নয়াদিল্লি: ছবিতে কারসাজি করাটা শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছে গেরুয়া বাহিনী৷ ভুয়ো খবর ছড়ানোতেও সিদ্ধহস্ত৷ কখনও প্রধানমন্ত্রীর ছবিতে ফটোশপের কেরামতি, কখনও আবার বিরোধী নেতা-নেত্রীদের ছবি বিকৃত করে বারংবার সংবাদ শিরোনামে এসেছে গেরুয়া শিবির৷ এবার ষষ্ঠ দফার নির্বাচনেও কারসাজি করতে গিয়ে ধরা পড়েই গেলে আইটি সেলের জারিজুরি৷
সম্প্রতি, রাহুল গান্ধীর সঙ্গে ইমরান খানের একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ ছবিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে বসে বিরিয়ানি খাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ সোশ্যাল মিডিয়ায় এহেন ছবি দেখে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ কিন্তু প্রশ্ন হল, আদৌ কি পাক প্রধানমন্ত্রীর সঙ্গে খাওয়ার টেবিলে বসে বিরিয়ানি খেয়েছিলেন কংগ্রেস সভাপতি৷
ভাইরাল ছবি যাচাই করতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ আদতে ছবিটি সম্পূর্ণ বিকৃত করা৷ ফটোশপ করে ইমরানের পাশে বসানো হয়েছে রাহুলকে৷ কিন্তু, ঘটল এমন ঘটনা? জানা গিয়েছে, গত ২ মে ফেসবুকে একটি ছবি পোস্ট করা হয়৷ হিন্দিতে ছবির ক্যাপশনে লেখা হয়, ‘মিয়া ইমরানের পাশে বসে বিরিয়ানি খাচ্ছে কে? এখন লোকেই বিচার করবে। এই হল পাপ্পুর হাল।’’
এই ছবি দেখে তদন্তে নামে সংবাদ সংস্থা এএফপি৷ তদন্তমূলক প্রতিবেদন পেশ করে এএফপির তরফে জানানো হয়, আসল ছবিটি ২০১৫ সালের ৫ জুলাই পোস্ট করা হয়েছিল। ছবিতে ছিল ইমরান তাঁর স্ত্রী রেহামের পাশে বসে খাচ্ছেন৷
রাহুলের ছবিও ২০১৭ সালের ১৭ আগস্টের। তিনি বেঙ্গালুরুর একটি ক্যান্টিন উদ্বোধনে অন্যান্যদের সঙ্গে খাচ্ছেন৷ ছবিটি হিন্দু কাগজে ছাপা হয়েছিল। এই দুটি ছবি মিলিয়ে ইমরানের সঙ্গে রাহুলকে পাশাপাশি বসিয়ে নতুন ছবি তৈরি করা হয়েছে৷ সংবাদ সংস্থার দাবি, ভোটের বাজারে বিতর্ক ছড়াতে বিজেপির আইটি সেলের তরফে এমন কাণ্ড ঘটানো হয়েছে৷ তবে, সংবাদ সংস্থার তোলা অভিযোগ খারিজ বিজেপির৷