বাসের ছাদে চড়ে রাহুল-প্রিয়াঙ্কার রোড শো

লখনউ: দলের দায়িত্ব নিয়ে লখনউয়ে রোড শোয়ে অংশ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ দাদা রাহুল-সহ অন্যান্য নেতৃত্বকে নিয়ে সোজা বাসের মাথায় উঠে রাজকিয় রোড শোয়ে অংশ নেন প্রিয়াঙ্কা৷ প্রিয়াঙ্কাকে স্বাগত জানাতে গোটা রাস্তা ঢেকে গিয়েছে পোস্টারে। রোড শো শুরু হতেই কর্মীদের উদ্দেশে হাত নাড়তে শুরু করেন সোনিয়া তনয়া৷ তিনি দলের হয়ে পূর্ব উত্তরপ্রদেশের সংগঠনের কাজ দেখভাল কববেন।

বাসের ছাদে চড়ে রাহুল-প্রিয়াঙ্কার রোড শো

লখনউ: দলের দায়িত্ব নিয়ে লখনউয়ে রোড শোয়ে অংশ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী৷ দাদা রাহুল-সহ অন্যান্য নেতৃত্বকে নিয়ে সোজা বাসের মাথায় উঠে রাজকিয় রোড শোয়ে অংশ নেন প্রিয়াঙ্কা৷ প্রিয়াঙ্কাকে স্বাগত জানাতে গোটা রাস্তা ঢেকে গিয়েছে পোস্টারে।

রোড শো শুরু হতেই কর্মীদের উদ্দেশে হাত নাড়তে শুরু করেন সোনিয়া তনয়া৷ তিনি দলের হয়ে পূর্ব উত্তরপ্রদেশের সংগঠনের কাজ দেখভাল কববেন। তাঁর সঙ্গেই নতুন দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি পশ্চিম উত্তরপ্রদেশে কংগ্রেসকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর কাজ করবেন। ইতিমধ্যে দায়িত্ব বুঝে নিয়েছেন জ্যোতিরাদিত্য। আজ তিনিও এসেছেন। রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। খাতায় কলমে রাজনৈতিক জীবন শুরুর আগে পরিবর্তনের বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা। শক্তি অ্যাপের মাধ্যমে রবিবার সমর্থকদের প্রিয়াঙ্কা বলেন, আমি চাই আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে একটা পরিবর্তন আসুক। রাজনীতির পরিসর এমন হোক যেখানে সকলে নিজেকে তার অংশ ভাবতে পারে।

রোড শো শেষ হয়ে সাংবাদিক সম্মেলন করবেন প্রিয়াঙ্কা। জানা গিয়েছে, আগামী তিন চার দিন উত্তরপ্রদেশেই থাকছেন প্রিয়াঙ্কা। বিভিন্ন এলাকার নেতাদের সঙ্গে কথা বলে সংগঠনের হাল হকিকত বুঝে নেবেন তিনি। দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে ৮০ টি লোকসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে প্রায় ৪০ টি নিয়ে বৈঠক করবেন বলে খবর। এরপর দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর। তবে এই সফরে পূর্ব উত্তরপ্রদেশের কয়েকটি জায়গাতেও যেতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 15 =