আত্মবিশ্বাসী শিবসেনার মুখে এবার রাহুল-প্রিয়াঙ্কার প্রশংসা

মুম্বই: এক্সিট পোল দেখে শিবসেনা আত্মবিশ্বাসী যে কেন্দ্রে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারই ক্ষমতায় আসছে। জনগণ রায় দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পক্ষেই। পাশাপাশি দলীয় মুখপত্র ‘সামনা’তে শিবসেনা প্রশংসা করেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকারও। লেখা হয়েছে, এবারের নির্বাচনে ভালো ফল করার জন্য রাহুল এবং তাঁর বোন তথা পার্টির সাধারণ সচিব প্রিয়াঙ্কা

আত্মবিশ্বাসী শিবসেনার মুখে এবার রাহুল-প্রিয়াঙ্কার প্রশংসা

মুম্বই: এক্সিট পোল দেখে শিবসেনা আত্মবিশ্বাসী যে কেন্দ্রে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারই ক্ষমতায় আসছে। জনগণ রায় দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের পক্ষেই। পাশাপাশি দলীয় মুখপত্র ‘সামনা’তে শিবসেনা প্রশংসা করেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকারও। লেখা হয়েছে, এবারের নির্বাচনে ভালো ফল করার জন্য রাহুল এবং তাঁর বোন তথা পার্টির সাধারণ সচিব প্রিয়াঙ্কা কঠোর পরিশ্রম করেছেন।

তাই, নবগঠিত লোকসভায় বিরোধী আসন পেতে কংগ্রেসের কোনও সমস্যা হবে না। ‘সামনা’য় সম্পাদকীয়তে লেখা হয়েছে, মোদির সরকার যে কেন্দ্রে ক্ষমতা দখল করতে চলেছে, তা বলার জন্য রাজনৈতিক বিশ্লেষক হওয়ার কোনও প্রয়োজন নেই। দেশের মানুষ আগেই স্থির করে ফেলেছিলেন যে, মোদি সরকারকেই ফের ক্ষমতায় ফেরানো হবে। বিভিন্ন সংস্থার এক্সিট পোলে স্পষ্ট হয়ে গিয়েছে যে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারই ফের সরকার গড়তে চলেছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন। সেখানে এনডিএ ৩০০-র মাইলস্টোন পার করে যাবে বলেই আগাম আভাস দেওয়া হয়েছে। মারাঠা দৈনিকের দাবি, মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ঐতিহাসিক ফল করতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nineteen =