নয়াদিল্লি: আজ থেকে ঠিক ২৮ বছর আগের ঘটনা৷ গোটা বিশ্বকে চমকে এই দিনটিতেই ভারতীয় গণতন্ত্রের উপর সন্ত্রাসের কালো ছায়া নেমে এসেছিল৷ তামিলনাড়ুতে ভোটের প্রচারে গিয়ে এলটিটিই জঙ্গিদের আত্মঘাতি হামলায় প্রাণ গিয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী৷ আজ রাজীব গান্ধীরমৃত্যুবার্ষিকী৷ গোটা দেশেজুড়ে চলছে স্মরণ৷ শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী৷
আজ এই দিনে বাবার সম্পর্কে লিখতে গিয়ে শোস্যাল মিডিয়ায় বেশ আবেপ্রবণ হয়ে পড়েন কংগ্রেস সভাপতি৷ লেখেন, ‘‘আমার বাবা ছিলেন, ভদ্র, স্নেহপ্রবণ, দয়ালু। তাঁর কাছ থেকেই আমি সকলকে ভালোবাসার, শ্রদ্ধা করার শিক্ষা পেয়েছি৷ বাবাই আমাকে শিখিয়েছিলেন কাউকে কখনও ঘৃণা না করতে, ক্ষমাশীল হতে। প্রতি মুহূর্তে আমি বাবার অভাববোধ করি৷’’
My father was gentle, loving, kind & affectionate. He taught me to love & respect all beings. To never hate. To forgive.
I miss him.
On his death anniversary, I remember my father with love & gratitude.#RememberingRajivGandhi pic.twitter.com/sYPGu5jGFC
— Rahul Gandhi (@RahulGandhi) May 21, 2019
প্রিয়াঙ্কা গান্ধীও একটি পুরনো ছবি পোস্ট করেছেন। ছবিতে ছোট্ট প্রিয়াঙ্কা তাঁর বাবা রাজীব গান্ধীকে জড়িয়ে ধরে আছেন। সেই ছবির সঙ্গে তিনি হরিবংশ রাই বচ্চনের বিখ্যাত অগ্নিপথ কবিতাটি তুলে ধরেন৷ লেখেন, ‘‘বাবা চিরকালই আমার হিরো থাকবেন৷’’
You will always be my hero. pic.twitter.com/LYPciCD234
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 21, 2019
লোকসভা নির্বাচনের নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতারা নিশানা করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রীকে৷ যুদ্ধ জাহাজকে ব্যক্তিগত ট্যক্সির মতো ব্যবহারের অভিযোগ তোলা হয়। বাবারকে প্রেম ও দয়ার প্রতীক হিসেবে তুলে ধরে বকলমে বিজেপির সেই রাজনীতির বাব দিলেন রাহুল বলে মনে রছে রাদনৈতিক মহল৷