নয়াদিল্লি: নতুন ব্যবসা শুরু করতে প্রথম তিন বছর কোনও অনুমতিই লাগবে না। প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী। শুধু তাই নয়। ব্যবসায় কত লোক চাকরির সুযোগ পাচ্ছে তার ওপর মিলবে মোটা অঙ্কের ইনসেনটিভ এবং করের ওপর বেশ কিছু সুবিধে। সঙ্গে সহজে ব্যাঙ্ক ঋণ। জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি। ক্ষমতায় এলে অতি গরিব পরিবারকে গরিবি রেখা থেকে মুক্তি দিতে মাসে ছ’ হাজার টাকার নূন্যতম আয় যোজনা বা ‘ন্যায়’ প্রকল্পের কথা ঘোষণার সুরেই তরুণ উদ্যোগীদের কর্মসংস্থানের এই প্রতিশ্রুতি তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের মত। নরেন্দ্র মোদিকে রুখে কেন্দ্রে ক্ষমতার কুর্সির কাছাকাছি পৌঁছতে সব শ্রেণির ভোটারদের মন করতেই রাহুল গান্ধী এহেন প্রকল্পের প্রতিশ্রুতি দিচ্ছেন।
অনুমতি ছাড়াই চুটিয়ে ব্যবসার সুযোগ দেবেন ‘প্রধানমন্ত্রী’ রাহুল
নয়াদিল্লি: নতুন ব্যবসা শুরু করতে প্রথম তিন বছর কোনও অনুমতিই লাগবে না। প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী। শুধু তাই নয়। ব্যবসায় কত লোক চাকরির সুযোগ পাচ্ছে তার ওপর মিলবে মোটা অঙ্কের ইনসেনটিভ এবং করের ওপর বেশ কিছু সুবিধে। সঙ্গে সহজে ব্যাঙ্ক ঋণ। জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি। ক্ষমতায় এলে অতি গরিব পরিবারকে গরিবি রেখা থেকে মুক্তি দিতে