নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানিয়ে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ এবার কেন্দ্রের বিরুদ্ধে ‘দরিদ্র-বিরোধী’-র তকমা লাগালেন তিনি৷ তাঁর অভিযোগ, লকডাউনে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে ৪২৯.৯০ কোটি টাকা আয় করেছে ভারতীয় রেল৷ সঙ্কটের মধ্যে মোদী সরকার মুনাফা লুটতে ব্যস্ত বলেও তোপ দাপেন রাহুল৷
আরও পড়ুন- চিনা বায়ুসেনাকে একা টক্কর দেবে IAF, সীমান্তে যুদ্ধ বাধলে পাল্লা ভারি ভারতের
রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ৯ জুলাই পর্যন্ত শ্রমিক স্পেশ্যাল ট্রেন থেকে রেলের আয় হয়েছে ৪২৯.৯০ কোটি টাকা৷ যদিও এই ট্রেন চালাতে রেলের খরচ হয়েছে ২,৪০০ কোটি টাকা৷ ব্যয়ের তুলনায় আয় বহুগুণ কম হলেও কটাক্ষ করতে ছাড়েননি রাহুল গান্ধী৷ শ্রমিক স্পেশ্যাল ট্রেন থেকে রেল কত টাকা আয় করেছে শনিবার সেই রিপোর্ট টুইট করেন তিনি৷ রাহুল লেখেন, ‘‘আকাশে রোগের মেঘ ছেয়ে গিয়েছে৷ মানুষ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে৷ আর বিপর্যয়কে মুনাফায় বদলে লাভের টাকা ঘরে তুলছে গরিব বিরোধী সরকার৷’’
আরও পড়ুন- বিয়ের ১৫ মাসের মধ্যেই আত্মঘাতী হয়েছিলেন এই আইপিএস অফিসার
প্রসঙ্গত, ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গত ১ মে থেকে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র৷ গত ৯ জুলাই পর্যন্ত ৪,৪৯৫টি ট্রেন চালানো হয়েছে৷ প্রায় ৬৩ লক্ষ পরিযায়ী শ্রমিককে তাঁদের রাজ্যে ফেরানো হয়েছে৷ ভাড়া বাবদ লাভ হয়েছে ৪২৯ কোটি ৯০ লক্ষ টাকা৷
আরও পড়ুন- করোনা কেড়েছে স্বামী, শ্বশুর-শাশুড়ির প্রাণ, শূন্য পরিবারে একলা ফিরলেন করোনা-জয়ী স্ত্রী!
बीमारी के ‘बादल’ छाए हैं, लोग मुसीबत में हैं, बेनिफ़िट ले सकते हैं – आपदा को मुनाफ़े में बदल कर कमा रही है ग़रीब विरोधी सरकार। pic.twitter.com/YSUsxIpSvC
— Rahul Gandhi (@RahulGandhi) July 25, 2020
Loading tweet…