ভোটে হারলেও নয়া রেকর্ড গড়লেন রাহুল, কীভাবে জানেন?

নয়াদিল্লি: আমেথির হার মেনে নিয়ে স্মৃতি ইরানিকে অভিনন্দন জানালেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি ফের দেশের প্রধানমন্ত্রী হতে যাওয়ায় তাঁকেও অভিনন্দন জানিয়েছেন৷ হারের জন্য রাহুল গান্ধী সভাপতির পদ থেকে ইস্তফাও দিতে চেয়েছেন বলে জল্পনা তৈরি হয়েছে৷ এবার ভোটে হেরেও রেকর্ড গড়লেন রাহুল গান্ধী৷ রাজীব গান্ধী থেকে শুরু করে শারদ পাওয়ার। বিখ্যাত বাবার ছেলেরা এবার পরাজিত। আমেথি

6b10b4df9c4263e8a4bd4930cca9d825

ভোটে হারলেও নয়া রেকর্ড গড়লেন রাহুল, কীভাবে জানেন?

নয়াদিল্লি: আমেথির হার মেনে নিয়ে স্মৃতি ইরানিকে অভিনন্দন জানালেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি ফের দেশের প্রধানমন্ত্রী হতে যাওয়ায় তাঁকেও অভিনন্দন জানিয়েছেন৷ হারের জন্য রাহুল গান্ধী সভাপতির পদ থেকে ইস্তফাও দিতে চেয়েছেন বলে জল্পনা তৈরি হয়েছে৷ এবার ভোটে হেরেও রেকর্ড গড়লেন রাহুল গান্ধী৷

রাজীব গান্ধী থেকে শুরু করে শারদ পাওয়ার। বিখ্যাত বাবার ছেলেরা এবার পরাজিত। আমেথি থেকে হেরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের ছেলে পার্থ মর্যাদার লড়াইয়ে হেরেছেন। তবে তাঁর কন্যা সুপ্রিয়া সুলে এবারও জয়লাভ করেছেন। হেরেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব।

প্রয়াত মাধব রাও সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্যও হেরেছেন গুনা কেন্দ্রে। প্রাক্তন মন্ত্রী মুরলী দেওরার ছেলে মিলিন্দ দেওরাও হেরেছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর পুত্র নিখিলও হেরেছেন। পিছিয়ে রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যা সবিতা। রাজস্থানে পরাজিত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিংয়ের ছেলে মানবেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *