প্রিয়াঙ্কাকে জড়িয়ে একি বললেন রাহুল? দেখুন ভিডিও

কানপুর: ভোটের প্রচারে অন্য মেজাজে পাওয়া গেল ভাই-বোনকে। দেখা গেল খুনসুটির ছবি। শনিবার প্রচারে যাওয়ার সময় উত্তরপ্রদেশের কানপুর বিমানবন্দরে দেখা হয় রাহুল-প্রিয়ঙ্কার। সেখানে কাঁধে হাত রেখে ছবিও তোলেন ভাই-বোন। রাহুল জানান, তিনি ছোট বিমান ব্যবহার করলেও, বোন প্রিয়ঙ্কা চড়েন বড় বিমানে। কানপুর বিমানবন্দরে দেখা হয় রাহুল-প্রিয়াঙ্কার৷ বোন প্রিয়াঙ্ককে দেখে কুশল বিনিময় করেন৷ একে অপরকে জড়ি

প্রিয়াঙ্কাকে জড়িয়ে একি বললেন রাহুল? দেখুন ভিডিও

কানপুর:  ভোটের প্রচারে অন্য মেজাজে পাওয়া গেল ভাই-বোনকে। দেখা গেল খুনসুটির ছবি। শনিবার প্রচারে যাওয়ার সময় উত্তরপ্রদেশের কানপুর বিমানবন্দরে দেখা হয় রাহুল-প্রিয়ঙ্কার। সেখানে কাঁধে হাত রেখে ছবিও তোলেন ভাই-বোন। রাহুল জানান, তিনি ছোট বিমান ব্যবহার করলেও, বোন প্রিয়ঙ্কা চড়েন বড় বিমানে।

কানপুর বিমানবন্দরে দেখা হয় রাহুল-প্রিয়াঙ্কার৷ বোন প্রিয়াঙ্ককে দেখে কুশল বিনিময় করেন৷ একে অপরকে জড়ি ধরেন৷ তোলেন ছবি৷ ক্যামেরার সামনে এগিয়ে এসে রাহুল বলেন, ‘‘আমি ছোট্ট একটা হেলিকপ্টারে করে দূরে দূরে যাতাযাত করছি৷ কিন্তু, আমার বোন দেখুন মস্ত বড় বিমানে চড়ছেন৷’’ এই মন্তব্য করতেই প্রিঙ্কায়াকে দাদাকে একটু ধাক্কা দেন৷ বলেন, ‘‘না এমনটা কিন্তু না৷’’ বিমানের সময় হতে যেতে বোনকে বিদায় জানান রাহুল৷ বেরিয়া যান প্রচারে৷

এর আগে গতকাল শুক্রবার অল্পের জন্য বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ পাটনা যাওয়ার পথে মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা যায়৷ পরিস্থিতি বেগতিক দেখে বিমানটি দিল্লি ফিরিয়ে আনার সিন্ধান্ত নেওয়া হয়৷

শুক্রবার পাটনার সমস্তিপুর ও ওড়িশার বালাসোরে সভা ছিল রাহুলের৷ বিমান বিভ্রাটের জেরে নিজের একাউন্ট থেকে দুর্ঘটনার ভিডিও পোস্ট করেন৷ টুইট করেন রাহুল লেখেন, ‘পাটনা যাওয়ার পথে আমাদের বিমানে ত্রুটি ধরা পড়েছে৷ ফলে,  দিল্লি ফিরে যেতে বাধ্য হচ্ছি৷ এর ফলে সমস্তিপুর ও বালাসোর সভা পিছিয়ে যাবে৷ এর জন্য আমি দুঃখিত৷’

২০১৮ সালে ২৬ এপ্রিল৷ কর্ণাটকের হুবলিতে সেদিন বিধানসভা ভোটের প্রচার সেরে দিল্লি ফেরার পথে যান্ত্রিক গোলযোগে পড়ে রাহুলের ১০ আসনের বিমান। ঘটনার চার মাস বাদে খবর, অসামরিক বিমান মন্ত্রকের সংস্থা ‌ডিজিসিএ‌র তদন্তে জানানো হয়, কয়েক সেকেন্ড এদিক-ওদিক হলে মারাত্মক দুর্ঘটনায় পড়তেন কংগ্রেস সভাপতি!‌ যান্ত্রিক ত্রুটি চোখে পড়েছিল বলেই অল্পের জন্য রক্ষা পেয়েছেন। অটো পাইলট মোডে থাকাকালীন বিমানটি একদিকে বিপজ্জনকভাবে হেলে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =