নয়াদিল্লি : দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকেও নড়ানো গেল না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে। লোকসভা নির্বাচনের পর ভরাডুবির দায়িত্ব নিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। বৈঠকে মুখ্যমন্ত্রীরা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।
২ ঘণ্টার বৈঠকে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, পুদুচেরির মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী। তাঁরা দলের কর্মীদের মনোভাবের কথা রাহুলকে জানিয়েছেন। তাঁরা হারের নৈতিক দায়িত্ব নিয়ে পদ ছাড়ার প্রস্তাবও দিয়েছেন। বস্তুত ওয়ার্কিং কমিটির গত বৈঠকেই সব সদস্যই পদত্যাগ করতে চেয়েছিলেন।