অনড় রাহুল, এবার নেতাদের কথা বলাও বন্ধ করল কংগ্রেস

নয়াদিল্লি : কংগ্রেস সভাপতি পদে পদত্যাগে অনড় রাহুল গান্ধি৷ গান্ধি পরিবারের বাইরে কোনও নেতাকে তাঁর জায়গায় নিয়ে আসতে বলেছেন তিনি৷ দলের নেতারা বারংবার সিদ্ধান্ত বদলের আবেদন করলেও নিজের অবস্থানে গো ধরে রেখেছেন সোনিয়া পুত্র৷ যত শীঘ্র সম্ভব নতুন সভাপতি ঠিক করতে চান রাহুল৷ দলের এই কঠিন সময়ে নেতার উপর নয়া নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

অনড় রাহুল, এবার নেতাদের কথা বলাও বন্ধ করল কংগ্রেস

নয়াদিল্লি : কংগ্রেস সভাপতি পদে পদত্যাগে অনড় রাহুল গান্ধি৷ গান্ধি পরিবারের বাইরে কোনও নেতাকে তাঁর জায়গায় নিয়ে আসতে বলেছেন তিনি৷ দলের নেতারা বারংবার সিদ্ধান্ত বদলের আবেদন করলেও নিজের অবস্থানে গো ধরে রেখেছেন সোনিয়া পুত্র৷ যত শীঘ্র সম্ভব নতুন সভাপতি ঠিক করতে চান রাহুল৷ দলের এই কঠিন সময়ে নেতার উপর  নয়া নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

কংগ্রেস মুপাত্র রণদীপ সূর্যেওয়ালা জানিয়েছেন, আগামি একমাস দলের হয়ে কেউই টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না৷ তবে সংবাদপত্রে ও ডিজিটাল মাধ্যের ক্ষেত্রে কী হবে তা বলেননি সূর্যেওয়ালা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 4 =