ছেলেবেলায় ফিরে গেলেন রাহুল-প্রিয়ঙ্কা, ভারত জোড়ো যাত্রার শেষদিনে বরফ নিয়ে খেললেন ভাইবোন!

ছেলেবেলায় ফিরে গেলেন রাহুল-প্রিয়ঙ্কা, ভারত জোড়ো যাত্রার শেষদিনে বরফ নিয়ে খেললেন ভাইবোন!

শ্রীনগর:  শুরুর সময় থেকেই একাধিক মুহূর্তের সাক্ষী থেকেছে ভারত জোড়ো যাত্রা। শেষদিনেও তার ব্যতিক্রম হল না। সোমবার জম্মু –কাশ্মীরের শ্রীনগরে শেষ হল কংগ্রেসের এই কর্মসূচি। আর শেষদিনে ভাইবোনের এক অন্য ‘ছবি’ দেখল গোটা দেশ। শ্রীনগরে বরফ নিয়ে খেলায় মাতলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়ো অবশ্য নিজেই টুইট করেছেন রাহুল।

খুনসুটির সেই ভিডিওয় দেখা যাচ্ছে, দুহাতে মুঠো করে বরফ নিয়ে চুপি চুপি প্রিয়াঙ্কার দিকে এগিয়ে যাচ্ছেন রাহুল। তারপর সেই বরফ বোনের মাথাতে ভেঙে দিলেন তিনি। প্রিয়াঙ্কাও কোনও অংশে কম যান না! রাহুলকে চেপে ধরে তাঁর মাথাতেও বরফ দিয়েছেন তিনি। বেশ কিছুক্ষণ ধরে বরফ নিয়ে খুনসুটি করতে দেখা যায় তাঁদের। স্নো-ফাইট শেষে পরে অবশ্য পরস্পরকে জড়িয়েও ধরেন ভাইবোন জুটি। দুষ্টু-মিষ্টি এই ভিডিও নিজেই টুইটারে শেয়ার করেছেন রাহুল। ক্যাপশনে লিখেছেন শিন মোবারক। ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল। মজার ভিডিও দেখে আবেগে ভেসেছেন নেটজনতাও।

সোমবার শ্রীনগরের কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি।  এরপর  পদযাত্রা পৌঁছয় শ্রীনগরের শের-ই-কাশ্মীর ক্রিকেট ময়দানে। ভারী তুষারপাতের পূর্বাভাস আগে থেকেই ছিল। সেই বরফ বৃষ্টির মধ্যেই কর্মসূচি পালন করেন রাহুল গান্ধী। পাশে ছিলেন ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাও।

এদিন কর্মসূচি শুরুর আগেই স্নো-বল ফাইটে মাততে দেখা যায় রাহুল-প্রিয়ঙ্কাকে । কন্যাকুমারী থেকে কাশ্মীর—টানা চার মাস ধরে হাঁটার পর কাশ্মীরে তুষারপাতের মধ্যে দিয়ে শেষ হল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা।গত ৭ সেপ্টেম্বর তামিল নাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছিলেন কংগ্রেসনেতা রাহুল গান্ধী।  এরপর তামিল নাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, রাজস্থান, দিল্লি, উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব ঘুরে সোমবার জম্মু ও কাশ্মীরে শেষ হল এই যাত্রা। শেষদিনে প্রবল তুষারপাতের মধ্যেই ভারত জোড়ো যাত্রায় হাজির হন দলীয় কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *