গণধর্ষণের লজ্জা ঢাকতে তৎপর যোগীর পুলিশ! ক্ষুব্ধ মমতা, রাহুল-প্রিয়াঙ্কার সফর রুখে ১৪৪ ধারা

গণধর্ষণের লজ্জা ঢাকতে তৎপর যোগীর পুলিশ! ক্ষুব্ধ মমতা, রাহুল-প্রিয়াঙ্কার সফর রুখে ১৪৪ ধারা

লখনউ: যোগী রাজ্যে ১৯ বছরের দলিত তরুণীকে গণধর্ষণের পর নৃশংস অত্যাচার ও তাঁর মৃত্যুর পর জোড় করে পুলিশের দেহ সৎকার করার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দেশ৷ বাড়ছে রাজনৈতিক চাপ৷ আজ, বৃহস্পতিবার হাতরাস যাচ্ছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া৷ সেখানে ওই তরুণীর পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা৷ ইতিমধ্যেই তাঁরা দিল্লি থেকে রওনা হয়ে গিয়েছেন বলে খবর৷ কিন্তু উত্তরপ্রদেশের হাতরাসে ঢোকার আগেই সেখানে ১৪৪ ধারা জারি করল যোগী সরকার৷ ফলে পাঁচ জনের বেশি প্রবেশ করতে পারবেন না ওই এলাকায়৷ 

আরও পড়ুন- কৃষি বিলের বিরুদ্ধে এবার কংগ্রেসের ‘কিষাণ যাত্রা’, আসরে নামছেন খোদ রাহুল

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাতরাসের গণধর্ষণের ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেছেন তিনি৷ আজ সকালে ট্যুইট করে মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘হাতরাসের দলিত তরুণীর সঙ্গে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, তার নিন্দা করার জন্য আমার কাছে কোনও ভাষা নেই। পরিবারের কাউকে না জানিয়েই মৃতদেহ সৎকার করা হল। এটা লজ্জার। যাঁরা বড় বড় কথা বলে ভোট চেয়েছিল, আজ তাঁদের মুখোশ খুলে গিয়েছে।’’ 

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও৷ তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশে অপরাধ হচ্ছে না, এমন একটা দিনও নেই৷ আমার বিশ্বাস এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নেবে। কিন্তু এরই পাশে একই ধরনের আরও একটি অপরাধ ঘটে গেল বলরামপুরে। আসলে রাজ্যে বিজেপি জমানায় অপরাধী, মাফিয়া, ধর্ষক সকলেই মুক্ত হয়ে ঘুরে বেরাচ্ছে। মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার৷’’ তাঁর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন বিএসপি নেত্রী। তিনি বলেন, যোগী আদিত্যনাথ রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। কেন্দ্রের উচিত তাঁকে তাঁর যোগ্য স্থানে (গোরক্ষনাথ মঠে) পাঠিয়ে দেওয়া। 

সোনিয়া গান্ধীও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন যাগী আদিত্যনাথকে৷ তিনি বলেন, ‘‘ওই তরুণীর মৃত্যু হয়নি৷ তাঁকে খুন করেছে সে রাজ্যের নির্মম সরকার৷ তাঁর দেহ জোড় করে দাহ করা হয়েছে৷ দেশের কোটি কোটি মানুষ এই ঘটনায় ব্যথিত৷’’ হাতরাসকাণ্ডের পরই বলরামপুরে একই ধরনের ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই এক হাত নেন কংগ্রেস নেতা রনদীপ সুরজেওয়ালাও৷ পাল্টা জবাবে উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বলেন, এই ঘটনাকে নিয়ে রাজনীতি করতে চাইছে কংগ্রেস৷ 

আরও পড়ুন- N-95 মাস্কে লুকিয়ে চলছিল সোনা পাচার, কোজিকোড়ে গ্রেফতার দুবাই ফেরত যাত্রী

এদিকে অপরাধীদের সাজা দিতে ৩ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করা হয়েছে৷ গতকালই হাতরাসে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন সিট অফিসাররা৷ ঘুরে দেখেন ঘটনাস্থল৷ তদন্তকারী অফিসাররা এখন ওই গ্রামেই রয়েছেন৷ এদিকে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতাল ওই তরুণীর রিপোর্টে জখমের কথা উল্লেখ করলেও ধর্ষণের কথা উল্লেখ করেনি৷ তারা ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে৷ এই হাসপাতালেই দুই সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন হাতরাসের নির্যাতিতা তরুণী৷ জেএনএমসি-র প্রিন্সিপল বলেন, তাঁকে কেন এখান থেকে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হল, সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই৷ কারণ জেএনএমসি থেকে দিল্লি এইমস-এ বদলি করা হয়েছিল ওই তকরুণীকে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + five =