নয়াদিল্লি: এক্সিট পোলের ফলাফলে কংগ্রেস মুষড়ে না পড়লেও ভোট গণনায় দলকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী।
ভোটবাক্স জমা থাকা স্ট্রংরুমের ওপরও বাড়তি নজর রেখে পাহারা দেওয়ার বার্তা দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। স্ট্রংরুমে সিসিটিভি আছে কি না, থাকলেও তা কাজ করছে কি না, কমিশনের কোনও অফিসার যেখানে আসা যাওয়া করছেন কি না, স্ট্রংরুমে কমিশনের পক্ষ থেকে প্রহরারত নিরাপত্তারক্ষীদের আচরণের দিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। স্ট্রংরুম থেকে গণনা, দলকে কড়া দৃষ্টি রাখতে বলেছে কংগ্রেস হাইকমান্ড।
দলের প্রতিটি প্রার্থী থেকে শুরু করে কাউন্টিং এজেন্টকে কংগ্রেস হাইকমান্ডের নির্দেশ, ভোট গণনার সময় সজাগ থাকতে হবে। এ ব্যাপারে কমিশনের যে নির্দিষ্ট ফর্ম রয়েছে, তার প্রতিটি ঘর পূরণ করার সময় বাড়তি নজর রাখতে হবে। যাতে কোথাও কোনও ফাঁক না থেকে যায়। একইভাবে গণনার পর ভোটকেন্দ্রে প্রতিটি বুথে যে ভোটদান হয়েছে, তার রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে। কোথাও কোনও কারচুপি হচ্ছে কি না, তা খেয়াল রাখতে হবে। আর কোনও কারণে হিসেবের গরমিল পেলে প্রয়োজনে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবে বলে ঠিক করেছে কংগ্রেস।