নয়াদিল্লি: নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন৷ এবার সেই একই পথে দলের ৫২ সাংসদকে বিজেপির বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করার বার্তা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷
আজ, সংসদে বৈঠকে বসেন কংগ্রেস সংসদরা৷ ছিলেন সোনিয়া গান্ধী৷ শুরুতেই ছেলে রাহুলের দীর্ঘ প্ররিশ্রমের কথা তুলে ধরেন মা সোনিয়া৷ দলের সমস্ত নেতা-কর্মীদের ধন্যবাদও জানান৷ বলেন, তাঁদের এই লড়াই জারি রাখতে হবে৷ মায়ের বক্তব্য শেষে বিজেপির বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা করেন রাহুল গান্ধী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ অনুসরণ করে রাহুল গান্ধী সাফ জানিয়ে দেন, ‘‘ভেঙে পড়বেন না৷ আমরা লড়াইয়ে ফিরছি৷ এবার বিজেপির সিংসার বিরুদ্ধে কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবে৷ কংগ্রেস ময়দান ছাড়বে না৷’’
Delhi: Inside visuals of Congress Parliamentary Party (CPP) meeting held earlier today. Sonia Gandhi has been elected as Chairperson of Congress Parliamentary Party. (Pic Source: AICC) pic.twitter.com/r0oVccYdlJ
— ANI (@ANI) June 1, 2019
শুক্রবার তৃণমূল নেত্রী দলীয় কর্মীদের ঠিক একই ভাবে বার্তা দিয়েছেন৷ নেতাকর্মীদের একালায় মাটি মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছেন৷ ভয় না পেয়ে লড়াইয়ের নামারও বার্তা পাঠিয়েছেন মমতা৷ এবার, সেই একই পথে দলের কর্মীদের ঘুরে দাঁড়ানোর নির্দেশ রাহুলের৷
অন্যদিকে, কংগ্রেসের সভানেত্রী পদে আজ ফের নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী৷ শনিবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী কংগ্রেসের সভানেত্রী পদে নির্বাচিত করা হয়৷ বৈঠকে সোনিয়া গান্ধী, ছেলে রাহুল গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের ৫২ সংসদ৷