এবার বিরোধী দলনেতার পদে থাকতেও নারাজ রাহুল

নয়াদিল্লি: মোদিকে হারাতে না পেরে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফায় অনড় রাহুল গান্ধী। অন্যদিকে, তাঁকে দলীয় সভাপতির পদে রেখে দিতে অটল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। আর এই নিয়ে গত তিনদিন ধরে কংগ্রেসে চলছে নাটকীয় টানাপোড়েন। ফের শীঘ্রই ওয়ার্কিং কমিটি ডাকা হতে পারে বলে খবর। চলছে দফায় দফায় মিটিং। রাহুল গান্ধীর তুঘলক লেনের বাড়িতে কখনও পৌঁছেছেন আহমেদ

এবার বিরোধী দলনেতার পদে থাকতেও নারাজ রাহুল

নয়াদিল্লি: মোদিকে হারাতে না পেরে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফায় অনড় রাহুল গান্ধী। অন্যদিকে, তাঁকে দলীয় সভাপতির পদে রেখে দিতে অটল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। আর এই নিয়ে গত তিনদিন ধরে কংগ্রেসে চলছে নাটকীয় টানাপোড়েন। ফের শীঘ্রই ওয়ার্কিং কমিটি ডাকা হতে পারে বলে খবর। চলছে দফায় দফায় মিটিং।

রাহুল গান্ধীর তুঘলক লেনের বাড়িতে কখনও পৌঁছেছেন আহমেদ প্যাটেল, প্রিয়াঙ্কা গান্ধী। কখনও জয়পুর থেকে উড়ে এলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী তথা বন্ধুসম শচীন পাইলট। কিছুক্ষণ পরেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁরা চলে যেতেই গুলাম নবি আজাদ, কে সি বেণুগোপাল, রণদীপ সিং সুরজেওয়ালা। ঘনঘন বৈঠকে দলের নতুন সভাপতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর থাকলেও সরকারিভাবে এআইসিসির বয়ান, রাহুল গান্ধীর সভাপতির পদ ছাড়তে চেয়ে অনড় থাকার খবর গুজব। দলের মুখপাত্র পবন খেরা এদিন সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন, বৈঠকের খবর সত্যি। বাকিটা জল্পনা। রাহুল গান্ধী ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি তা খারিজ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =