আদিবাসী মহিলার হাতে হাত রেখে কোমর দোলালেন রাহুল, দেখুন ভিডিও

রাঁচি: ৪৮টা বসন্ত একাই কাটিয়ে ফেলেছেন৷ নিজেকে বেশ পরিণতও করে ফেলেছেন৷ লোকসভা নির্বাচনের আগে দিনরাত এক করে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন৷ ২০১৯-র দিল্লির সিংহাসন দলের লক্ষ্যে দীর্ঘ পরিশ্রমের পর ভরা সভামঞ্চে দাঁড়িয়ে জুটেছিল চুম্বন৷ এবার, সভায় যোগ দিয়ে আদিবাসী মহিলাদের হাত ধরে কোমর দোলালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ আজ, শনিবার রাঁচিতে ছিল কংগ্রেস সভাপতির

আদিবাসী মহিলার হাতে হাত রেখে কোমর দোলালেন রাহুল, দেখুন ভিডিও

রাঁচি: ৪৮টা বসন্ত একাই কাটিয়ে ফেলেছেন৷ নিজেকে বেশ পরিণতও করে ফেলেছেন৷ লোকসভা নির্বাচনের আগে দিনরাত এক করে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন৷ ২০১৯-র দিল্লির সিংহাসন দলের লক্ষ্যে দীর্ঘ পরিশ্রমের পর ভরা সভামঞ্চে দাঁড়িয়ে জুটেছিল চুম্বন৷ এবার, সভায় যোগ দিয়ে আদিবাসী মহিলাদের হাত ধরে কোমর দোলালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷

আদিবাসী মহিলার হাতে হাত রেখে কোমর দোলালেন রাহুল, দেখুন ভিডিও

আজ, শনিবার রাঁচিতে ছিল কংগ্রেস সভাপতির জনসভা৷ সভা শেষে মঞ্চের নীচে দাঁড়িয়ে থাকা আদিবাসী মহিলাদের হাত ধরে নাচতে দেখা যায় রাহুল গান্ধীকে৷ নাচের তালে তালে মেলান পা৷ বেশ খানিকক্ষণ চলে নাচ৷ আদিবাসী গানের তালে কংগ্রেস সভাপতির নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

আদিবাসী মহিলার হাতে হাত রেখে কোমর দোলালেন রাহুল, দেখুন ভিডিওগত ১৪ ফেব্রুয়ারি গুজরাটের ভালসাডের জনসভা মঞ্চে সবে এসেছেন রাহুল৷ প্রথা মেনে তখন শেষ হয়নি সংবর্ধনা দেওয়ার কাজ৷ বাইকে ঘোষণা হতেই হুড়মুড়িয়ে ধেয়ে এলেন মহিলা কংগ্রেসের বেশ কয়েকজন প্রতিনিধি৷ কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে জাপটে ধরে মুখ টেনে চুম্বন করেন এক মহিলা কর্মী৷ চুম্বন পেতেই লজ্জায় লাল সোনিয়া পুত্র৷ তবে, এখানেই শেষ নয়, মহিলা কংগ্রেসের নেত্রীরা রীতিমতো জড়িয়ে ধরলেন প্রকাশ্য মঞ্চেই৷ তুললেন নিজস্বি৷ পড়ানো হল ‘বড়মালা’৷ কিন্তু, এখানেই ক্ষান্ত থাকেননি ওই মহিলা নেত্রী৷ তখনও আপ্রাণ রাহুলকে চুম্বন দিতে ব্যস্ত তিনি৷ উচ্চতা কম থাকায় চুম্বনে সমস্যা দেখা দেওয়ায় রাহুলের মাথা টেনে আলিঙ্গনের মাধ্যমে চুম্বন করেই প্রেম দিবসের উপহার পেলেন রাহুল৷

এটাই যে প্রথম তা নয়৷ এর আগেও গত ২৭ ফেব্রুয়ারি ২০১৪ সালে অসমের কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে জড়ি ধরে চুম্বন করেন তাঁরই দলের এক নেত্রী৷ নগাঁও থেকে নির্বাচনী জনসভা সেরে ফেরার পথে ৬০০ জন মহিলাকে নিয়ে একটি আলাদা সভা করার সময় চূড়ান্ত বিপাকে পড়েন তিনি৷ নারী ক্ষমতায়ন বোঝাতে গিয়েই চুম্বন করে বসেন এক মহিলা নেত্রী৷

আদিবাসী মহিলার হাতে হাত রেখে কোমর দোলালেন রাহুল, দেখুন ভিডিওসভা শেষে হালকা মেজাজে আলাপচারিতা চালাচ্ছিলেন৷ ততক্ষণে নিরাপত্তাকর্মীদের সরিয়ে দিয়ে কংগ্রেসের যুবরাজের চারপাশে ভিড় জমিয়েছেন আঠারো থেকে আশি বছর বয়সী মহিলারা। কথা বলতে বলতে স্নেহ-ভালোবাসার প্রকাশ ঘটতে শুরু করে! কেউ কুর্তা ধরে টানেন, কেউ পিঠে হাত বুলিয়ে দেন! উশখুশ করতে শুরু করেন তিনি। হঠাৎ এক মাঝবয়সী মহিলা পিছন থেকে এসে রাহুলের চুলে আঙুল বুলিয়ে দিতে শুরু করেন। রাহুল বিলকুল ভেবলে যান! কিছু বলার আগেই কপালে সটান চুম্বন! ব্যাপার-স্যাপার ‘গুরুতর’ বুঝে তিনি যখন উঠিউঠি করছেন, তখন চকাস করে ‘হামি’ খান আর এক মহিলা! এবার ডানদিকের গালে! চুম্বনের এই পদ্ধতি ছিল জঙ্গি হামলার চেয়েও মারাত্মক! ওই মহিলা নিজের বাম হাত রাহুল গান্ধীর পিঠে রাখেন আর ডান হাত দিয়ে চিবুকটা চেপে ধরেন! বোকার মতো হাসা ছাড়া রাহুল আর কিছুই করতে পারেননি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 8 =