Aajbikel

কুকুরের পাত থেকে বিস্কুট তুলে কংগ্রেস কর্মীকে দিলেন রাহুল! ভিডিয়ো ছড়িয়ে দাবি বিজেপির

 | 
রাহুল

কলকাতা: সারমেয়কে দেওয়া বিস্কুট কংগ্রেস কর্মীকে দিয়ে দিলেন রাহুল গান্ধী! ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল৷ ভিডিয়োটি পোস্ট করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য৷ সেই ভিডিয়োটিকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির৷

নেটপাড়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি প্লেটে ভর্তি করা রাখা বিস্কুট। যা কিনা খেতে দেওয়া হয়েছিল একটি সারমেয়কে। কিন্তু ওই সারমেয়টি সেই বিস্কুট খেতে না চাওয়ায়, সেগুলি নিজের হাতে এক কংগ্রেস কর্মীকে খাওয়ার জন্য দিয়ে দেন রাহুল গান্ধী! সোমবার গভীর রাতে এই ভিডিয়োটি পোস্ট করেন অমিত মালব্য৷  এই ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ ‘পুরনো’ প্রসঙ্গ টেনে বিতর্ক ঘি ঢেলেছেন তিনি।

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, লাল রঙের হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে রয়েছেন রাহুল। চারপাশে কংগ্রেস কর্মী। সেখানে ছিল একটি লোমশ কুকুরও। তাকে প্লেট ভরা বিস্কুট খেতে দেওয়া হয়। ওই কুকুরটিকে প্যাকেট থেকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেন কংগ্রেস সাংসদ, কিন্তু কুকুরটি তা খেতে নারাজ। মাথা নেড়ে মুখ ফিরিয়ে নিতেই সেই বিস্কুট গাড়িতে থাকা অন্য এক কংগ্রেস কর্মীর হাতে দিয়ে দেন তিনি! বিজেপির দাবি, এই কাণ্ড ঘটে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সময়ে৷ 


 

এই ভিডিয়ো পোস্ট করে অমিত মালবীয় লেখেন, ‘‘কয়েক দিন আগে কংগ্রেস সভাপতি খড়্গেজী দলীয় বুথ এজেন্টদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। রাহুল গান্ধী তাঁর সফরের সময় কুকুরের না খাওয়া বিস্কুট দলের কর্মীকে দিয়ে দিলেন।’’ তিনি আরও লেখেন, ‘‘কোনও দলের সভাপতি এবং ‘যুবরাজ’ তাঁর দলের কর্মীদের যখন কুকুর ভাবে, সেই দলের বিলুপ্তিই স্বাভাবিক।’’

Around The Web

Trending News

You May like