রাহুলের চোখ দিয়ে রাজনীতি দেখবে ভারতবাসী! নতুন দিন শুরু

যেই চশমা ছাড়লেন রাহুল গান্ধী অমনি হল জাদু পুরনো খোলস থেকে কীভাবে বেরিয়ে এলেন রাহুল৷ চশমা পড়া কেন ছেড়ে দিলেন জুনিয়র গান্ধী জানেন? কেন নির্বাচনের…

Congress Trinamool Alliance Bengal Politics Rahul Gandhi Opposition leader Rahul Gandhi Rahul Gandhi political struggle

যেই চশমা ছাড়লেন রাহুল গান্ধী অমনি হল জাদু

পুরনো খোলস থেকে কীভাবে বেরিয়ে এলেন রাহুল৷ চশমা পড়া কেন ছেড়ে দিলেন জুনিয়র গান্ধী জানেন? কেন নির্বাচনের আগে কোনও ইন্টারভিউ দেননি রাহুল৷ নেপথ্যে রহস্যটা কী?

ব্যর্থ হতে হতে এতবড় সফলতা (Rahul Gandhi political journey)

২০২৪র রাহুল গান্ধীকে আর রাজনীতিতে অপরিণত বলা যায় না৷ কারণ তিনি কী করতে পারেন দেখিয়ে দিলেন পুরোপুরি৷ তবে চশমা ছেড়ে ফেলতেই যেন হয়ে গেল জাদু৷ নব্বইয়ের দশকে এই রাহুলই কেমন ছিলেন জানেন? রাহুল গান্ধী আর চশমা পরেন না। কিন্তু অনেকের স্মৃতিতে রয়েছে তাঁর সেই প্রথম ছবি।

ইন্দিরা গান্ধী শেষযাত্রার ছবিতে তাঁর মৃতদেহের পাশে চশমা পরে দাঁড়িয়ে ছিল সেই ছোট ছেলেটি। ফ্রেম বদলে গেলেও রাজীব গান্ধীর মৃতদেহের পাশে দাঁড়িয়ে থাকা রাহুলের চোখেও ছিল চশমা। রাহুল তখন চশমা দিয়ে পৃথিবী দেখতেন। আর এখন দেখেন একেবারে খালি চোখে৷ শুধু তাই নয় তার চোখ দিয়েও এত বহু সংখ্যক ভারতবাসী নতুন ভারতকে দেখছেন৷

ভাঙা ভাঙা হিন্দি নিয়ে ২০০৪ সালে আমেঠি থেকে কংগ্রেস প্রার্থী হন রাহুল

কারণ এটাই ছিল তাঁর কাছে সবচেয়ে সহজ জমি। জিতে যান রাহুল। এই ধারা ২০১৪ পর্যন্ত অব্যাহত ছিল৷ কিন্তু তখনও বলা হত রাহুল গান্ধী রাজনীতির জন্য তৈরি হননি৷ রাহুল গান্ধী রাজনীতিতে অপরিণত৷ ঝটকা লাগে ২০১৯ সালে৷ আমেঠি থেকে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল৷ ২০১৯ এ বিজেপির মেন টার্গেটই যেন ছিলেন রাহুল৷ রাহুলের যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়।

রাহুল রাজনীতি নিয়ে সিরিয়াস নন, এমনটাও শোনা যাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় রাহুলকে নানাভাবে ব্যঙ্গ এবং উপহাসের শিকার হতে হয়েছিল। ২০১৯ এ আমেঠি থেকে হারের পর তিনি ছেড়ে কংগ্রেসের সভাপতি পদটাও৷ কংগ্রেস দলের অন্দরে শোনা যায় রাহুলকে নিয়ে বিদ্রোহের সুর। কপিল সিবাল, আনন্দ শর্মা, মনীশ তিওয়ারি, সন্দীপ দীক্ষিত, গুলাম নবী আজাদ, আরপিএন সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদ কেউ দল ছেড়ে দেন কেউ বিদ্রোহ শুরু করেন৷

ভারত জোড়ো যাত্রা

তবে ভারত জোড়ো যাত্রাই যেন বদলে দিল গোটা খেলাটা৷ ভারত জোড়ো যাত্রা রাহুলের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। চশমা খুলে ফেললেন চোখ থেকে নয় রাজনৈতিক দৃষ্টি থেকে। রাহুল নতুনভাবে দেখতে শুরু করলেন দেশ, সমাজ ও মানুষকে।

ঘৃণার বিরুদ্ধে তার ভালোবাসার আদর্শ৷ দেশের বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারে কংগ্রেস। এই বিশ্বাস দিলেন রাহুল গান্ধী খোদ৷ রাহুলকেও পাল্টা বুঝতে শুরু করল মানুষ। সাম্প্রতিক সময়ে মুসলিম ভোট যে রাহুল গান্ধী এবং কংগ্রেসের দিকে ফিরে আসছে তা বলা বাহুল্য। এবারের নির্বাচন তার প্রমাণ৷

তবে আগের বার যে ফাঁদে পা দিয়েছিলেন রাহুল এবার তা আর দেননি৷ এবারের নির্বাচনের আগে কোনও সাক্ষাতকার দেননি রাহুল৷ তাই রাহুল গান্ধীকে নিয়ে ট্রোল করা বিশেষ সুযোগও হয়নি এবার৷ বাকী ভোটের রেজাল্টে তিনি প্রমাণ করে দিলেন দেশের মানুষের কাছে রাজনীতিতে ভালোবাসার ভাষা এখন রাহুল গান্ধী৷

 

Politics: Rahul Gandhi’s journey from mockery to major victories in 2024 shows his resilience as a politician. His India Jodo Yatra and leadership in Wayanad and Raebareli highlight his growth. BJP now takes him seriously, marking a significant shift in Indian politics.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *