নয়াদিল্লি: রাহুল গান্ধির বিদেশি নাগরিকত্ব নিয়ে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কংগ্রেস সভাপতি স্বেচ্ছায় ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন বলে অভিযোগ করে তাঁকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য আবেদন করা হয়েছিল শীর্ষ আদালতে।
আবেদনে বলা হয়েছিল, এই মর্মে নির্বাচন কমিশনকে নির্দেশ দিক সু্প্রিম কোর্ট। মামলার শুনানির সময় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ মন্তব্য করেন, কোনও কোম্পানি যদি কোথাও রাহুল গান্ধিকে ব্রিটিশ নাগরিক বলে দাব করে, তবে কি তাতে তিনি ব্রিটেনের নাগরিক হয়ে যাবেন? মামলা খারিজ।
Supreme Court dismisses the petition seeking to direct the Election Commission of India (ECI) to debar Congress President Rahul Gandhi from contesting the Lok Sabha polls after he had “voluntarily acquired British nationality.” pic.twitter.com/12OXvbZKxx
— ANI (@ANI) May 9, 2019
২০০৪ সালে নির্বাচনী হলফনামা দেওয়ার সময় রাহুল জানিয়েছিলেন, তিনি ব্যাকঅপ্স লিমিটেড নামে লন্ডনের একটি সংস্থায় অর্থলগ্নি করেছেন, যে প্রতিষ্ঠানের তিনি অন্যতম ডিরেক্টর। ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে এই সংস্থার সাংগঠনিক নথি এবং আগস্ট ২০০৫ পর্যন্ত হিসেব জমা দেওয়া আছে। বিজেপি-র দাবি, ওই নথিতে রাহুলকে ব্রিটিশ নাগরিক হিসেবে দেখানো আছে। সেটা যদি ঠিক হয়, তা হলে রাহুলের ভারতের নাগরিকত্ব তখনই খারিজ হয়ে যাওয়ার কথা। কারণ ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী, কোনও ভারতীয় দ্বিতীয় কোনও দেশের নাগরিকত্ব নিলে ভারতীয় নাগরিক থাকার অধিকার হারান। কাজেই বিজেপি-র প্রশ্ন, ২০০৫ সালের আগে বা পরে রাহুল কি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন? তা হলে কি তিনি আদৌ আর ভারতের নাগরিক থাকতে পারেন? কিন্তু, আজ শুনানিতে উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিজেপির অভিযোগ খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত৷