জন্মদিনের উৎসব এড়িয়ে ৫০ লক্ষ ক্ষুধার্ত মানুষের মুখে খাবার জোগালেন রাহুল

জন্মদিনের উৎসব এড়িয়ে ৫০ লক্ষ ক্ষুধার্ত মানুষের মুখে খাবার জোগালেন রাহুল

115f76167c67c23e656931ed8a0bad71

নয়াদিল্লি: আজ শুক্রবার ৫০ বছর পূরণ করলেন সোনিয়া-পুত্র রাহুল গান্ধী৷ দেশ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কি আর জন্মদিন পালন করা যায়? না করেননি৷ জন্মদিনের আনন্দ-উৎসব দূর সরিয়ে ক্ষুধার্ত ৫০ লক্ষ গরিবের মুখে খাবার তুলে দিলেন রাহুল গান্ধী৷ খাবারের প্যাকেট পাঠানোর পাশাপাশি করোনা যোদ্ধাদের সুরক্ষায় পিপিই কিট ও মাস্ক বিলি করেছে কংগ্রেস৷

কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, একদিকে করোনা ও গালওয়ান উপত্যকায় চিনা হামলায় ২০ জন শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাতে জন্মদিন পালন করবেন না রাহুল গান্ধী৷ কংগ্রেসের সাধারণ সচিব কেসি ভেনুগোপাল সংবাদমাধ্যমে জানিয়েছেন, আপনারা সবাই জানেন, চিন সীমান্তে সংঘর্ষের জেরে আমরা সাহসী জওয়ানদের হারিয়েছি৷ তাঁদের মৃত্যুতে সারা দেশ শোকাহত৷ আর এই পরিস্থিতিতে জন্মদিনের উৎসব পালনের কোনও পরিস্থিতি নেই দেশে৷ তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,গরিবদের খাবার প্যাকেট বিলি করা হবে৷ কমিউনিটি কিচেন খোলা হয়েছে৷ বীর জওয়ানদের সম্মান জানাতে ও করোনা যোদ্ধাদের সম্মানে এই ব্যবস্থা করা হচ্ছে৷’’

দলের সর্বোচ্চ স্তর থেকে নেতানেত্রীদের রাহুলের জন্মদিন পালন বা কেক কাটা, ব্যানার টাঙানো থেকে বিরত থাকার বলা হয়েছে৷ শহিদ জওয়ানদের সম্মানে কংগ্রেস নেতা-কর্মীদের নীরবতা পালন করবে বলেও করা হয়েছে ঘোষণা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *