নয়াদিল্লি: দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের আবহে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সকল দেশবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে টিকাকরণ করানোর কথা বলেছেন তিনি। এছাড়াও টিকাকরণ প্রক্রিয়া আরো স্বচ্ছ করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা। পাশাপাশি রাহুল গান্ধীর মত, এখন দেশের যা অবস্থা তাতে লকডাউন অপরিহার্য হয়ে পড়েছে।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি লিখেছেন তাতে উল্লেখ করেছেন, দেশের করোনা ভাইরাস সংক্রমণ এমনভাবে বাড়ছে যে শুধু দেশে নয় আন্তর্জাতিক স্তরেও এর প্রভাব পড়ছে। সে ক্ষেত্রে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে একদিকে যেমন টিকাকরণের স্বচ্ছতা আনতে হবে, ঠিক অন্যদিকে লকডাউন কার্যকর করতে হবে। তবে গত বছরের মতো অপরিকল্পিত লকডাউন নয়, এবার পরিকল্পনা নিয়ে কার্ফু অথবা লকডাউন করতে হবে কেন্দ্রীয় সরকারকে বলে জানাচ্ছেন তিনি। রাহুলের কথায়, গতবছর অপরিকল্পিত লকডাউন কার্যকর করার জন্য বহু মানুষের সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু এবার যদি সেটা না হয় তার জন্য সরকারকে আগে থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই হিসেবে লকডাউন কার্যকর করতে হবে।
প্রসঙ্গত, পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৯১৫ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৩১ হাজার ৫০৭ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪। এখনও পর্যন্ত করোনাকে কাবু করে সুস্থ হয়ে উঠেছেন দেশের ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন। ইতিমধ্যে টিকাকরণ হয়েছে ১৬ কোটি ৪৯ লক্ষ ৭৩ হাজার ৫৮ জনের।