পুলিশি তদন্তে বিস্ফোরক দলিত পরিবার! ফের হাথরাসের পথে রাহুল, কটাক্ষ স্মৃতির

পুলিশি তদন্তে বিস্ফোরক দলিত পরিবার! ফের হাথরাসের পথে রাহুল, কটাক্ষ স্মৃতির

 

নয়াদিল্লি: বৃহস্পতিবার উত্তর প্রদেশের হাথরাসে নর্যাতিতা দলিত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়াকে৷ হাথরাস পৌঁছনোর আগে গ্রেফতারও করা হয় তাঁদের৷ কিন্তু এদিন ফের হাথরাসের উদ্দেশে রওনা দিতে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি৷ 

আরও পড়ুন- করোনা আবহে নয়া বিপদ ‘কঙ্গো জ্বর’! সতর্কতা জারি রাজ্যে

 

জানা গিয়েছে, এদিন তাঁর সঙ্গে থাকবেন দলীয় সাংসদরা৷ থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী৷ সমাজবাদী পার্টি নেতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও এদিন হাথরাসে যেতে পারেন বলে খবর৷ নির্যাতিতার পরিবারকে যোগী রাজ্যের পুলিশ-প্রশাসনের তরফে নানা ভাবে হুমকি ও ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ৷ এদিন সকালে টুইট করে রাহুল গান্ধী বলেন, ‘‘পৃথিবীর কোনও শক্তি হাথরাসে ওই অসহায় পরিবারের সঙ্গে দেখা করা থেকে আমাকে আটকাতে পারবে না৷’’ 

 

এদিকে, নতুন করে আজ রাহুলের হাথরাস যাওয়ার উদ্যোগকে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি৷ তিনি বলেন, ‘‘মানুষ কংগ্রেসের কৌশল জানে৷ সেই জন্যই ২০১৯ সালে ঐতিহাসিক জয় হয়েছিল বিজেপি’র৷’’ তিনি আরও বলেন, ‘‘গণতান্ত্রিক দেশে আমি কোনও নেতাকে রুখতে পারি না৷ কিন্তু মানুষ জানে, তাঁর এই হাথরাস সফর শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য৷ নির্যাতিতার পরিবারকে সুবিচার দেওয়ার জন্য নয়৷’’ প্রসঙ্গত, গত বছর লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর শক্ত ঘাঁটি আমেঠিতে তাঁকে পরাজিত করেছিলেন স্মৃতি ইরানি৷ গত বৃহস্পতিবার রাহুল এবং প্রিয়াঙ্কাকে হাথরাসে ঢুকতে দেয়নি উত্তর প্রদেশের পুলিশ-প্রশাসন৷ তাঁরা হাথরাস পৌঁছনোর আগেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়৷ রাহুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলেও দেওয়া হয়৷ হাথরাসের জয়েন্ট ম্যাজিস্ট্রেট প্রেম প্রকাশ মীনা বলেন, ‘‘রাহুল গান্ধীকে ঢোকার অনুমতি দেওয়া হবে না৷ বর্তমানে কোনও রাজনৈতিক দলের সেখানে ঢোকার অনুমতি নেই৷’’ আটকানো হয়েছিল সংবাদ মাধ্যমকেও৷   

আরও পড়ুন- উৎসবের মরশুমে আরও ২০০টি ট্রেন উপহার রেলমন্ত্রকের

 

এদিন হাতরাশ প্রশাসন অবশ্য সংবাদ মাধ্যমকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। নির্যাতিতার বৌদি সংবাদ মাধ্যমের সামনে একাধিক তথ্য তুলে ধরেছেন৷ তিনি জানান, ইতিমধ্যে সিট-এর প্রতিনিধিরা তাঁদের সঙ্গে দেখা করে জিজ্ঞাসাবাদ করেছে৷ কিন্তু সিট-এর উপর কোনও ভরসা নেই তাঁদের৷ তিনি আরও জানান, এর আগে জেলা শাসক এসে তাঁদের সঙ্গে শাসিয়ে গিয়েছেন৷ তাঁদের সঙ্গে অভদ্র আচরণ করা হয়েছে বলেও জানান তিনি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + two =