নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। আর কৃষকদের সমর্থনে সুর চড়ানো বিরোধী নেতৃত্বের মধ্যে একেবারে প্রথম সারিতেই রয়েছেন রাহুল গান্ধী।
কেন্দ্রের ‘কালা কানুনের’ বিরুদ্ধে কৃষকদের দাবিকে আরো জোরদার করতে আগামী সপ্তাহে দু’দিনের রাজস্থান সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা দলের অন্যতম কান্ডারির এই সফরের সংবাদ এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজস্থান কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় মাকেন। কৃষকদের পাশে দাঁড়ানোই যে রাহুল গান্ধীর একমাত্র উদ্দেশ্য, এদিন তাও জানিয়েছে রাজস্থান কংগ্রেস।
শনিবার হিন্দিতে এক ট্যুইট বার্তায় অজয় মাকেন বলেন, “কৃষকদের স্বার্থে লড়াইয়ের জন্য, তিনটি কালা কানুনের বিরুদ্ধে কৃষকদের দাবি আরো জোরদার করার জন্য আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি রাহুল গান্ধী উপস্থিত হবেন রাজস্থানে।” উল্লেখ্য, শুক্রবারই আন্দোলনরত কৃষকদের সমর্থনে একটি ‘কিষান মহাপঞ্চায়েতের’ আয়োজন করা হয়েছিল কংগ্রেস শাসিত রাজস্থানের দাউসা জেলায়। কৃষকদের কেন্দ্রীয় আইন বাতিলের দাবিই এই আলোচনা সভাতেও গৃহীত হয়। রাজস্থান কংগ্রেসের প্রধান শচীন পাইলট জানান, “এই দাবি না মেটা পর্যন্ত আমরা পিছিয়ে যাব না।”
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে কৃষি সংক্রান্ত কেন্দ্র সরকারের তিনটি বিল পাশ হয় পার্লামেন্টে। সরকারের তরফ থেকে এই আইনের মাধ্যমে কৃষকদের উন্নয়নের দাবি করা হলেও বিরোধী দল গুলি প্রথম থেকেই ছিল এই আইনের বিপক্ষে। তাঁদের দাবি এই আইন আদতে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তিদেরই সাহায্য করবে, কৃষকদের নয়। এই আইনের বিরুদ্ধেই প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বিভিন্ন রাজ্যের কৃষকরা। তবে সম্প্রতি কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে তৈরি হওয়া অশান্তি আন্দোলনকে দেশ ব্যাপী সমালোচনার মুখে ফেলে।