রাহুল গান্ধীর খোঁচায় বড় সিদ্ধান্ত মোদীর! সোশ্যাল মিডিয়ায় কড়া নির্দেশ

রাহুল গান্ধীর খোঁচায় বড় সিদ্ধান্ত মোদীর এবার বিরোধী দলের প্রধান মুখ রাহুল গান্ধীর খোঁচায় এত বড় সিদ্ধান্ত নিলেন দেশের প্রধানমন্ত্রী৷ এর মানে এবার কংগ্রেসকে, রাহুল…

Rahul Gandhi slams Modi

রাহুল গান্ধীর খোঁচায় বড় সিদ্ধান্ত মোদীর

এবার বিরোধী দলের প্রধান মুখ রাহুল গান্ধীর খোঁচায় এত বড় সিদ্ধান্ত নিলেন দেশের প্রধানমন্ত্রী৷ এর মানে এবার কংগ্রেসকে, রাহুল গান্ধীকে সিরিয়াসলি নিতেই হচ্ছে বিজেপির৷ সমাজমাধ্যমে ‘মোদী কা পরিবার’ লেখা থেকে বিরত হতে বিজেপির নেতা-কর্মী-সমর্থকদের বার্তা দিলেন নরেন্দ্র মোদী স্বয়ং। মঙ্গলবার এক্স হ্যান্ডলে ওই বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মোদী ফেসবুকের প্রোফাইল পিকচার আর কভার ফোটো বদলেছেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত জানেন?

রাজনীতিতে পরিবারতন্ত্র

নেপথ্যে রয়েছে রাহুল গান্ধীর কড়া আক্রমণ৷ ৭২ জন মন্ত্রীর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের পরিবারিক রাজনৈতিক পরিচিতি রয়েছে। আর তা নিয়েই এ বার প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী খোঁচা দিলেন বিজেপিকে! রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রবল সমালোচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া মন্ত্রিসভায় কেন পরিচিত নেতানেত্রীদের পুত্র, কন্যা, জামাতা, পুত্রবধূদের আধিক্য, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

মন্ত্রিসভাকে ‘পরিবারমণ্ডল’ বলে খোঁচা

এক্স হ্যান্ডলে মোদীর মন্ত্রিসভাকে ‘পরিবারমণ্ডল’ বলে খোঁচা দিয়ে রাহুল লিখেছেন, ‘‘যাঁরা প্রজন্মের সংগ্রাম, সেবা ও ত্যাগের ঐতিহ্যকে ‘পরিবারতন্ত্র’ বলে চিহ্নিত করেন তাঁরাই তাঁদের ‘সরকারি পরিবারমণ্ডলীতে’ ক্ষমতার ভাগাভাগি করছেন। নরেন্দ্র মোদীর কথা ও কাজের এটাই পার্থক্য!’’ এক্স হ্যান্ডলে মোদীর ২০ জন মন্ত্রীর ‘পারিবারিক রাজনৈতিক ইতিহাসের’ একটি তালিকাও দিয়েছেন রাহুল। তাতে রয়েছে, পশ্চিমবঙ্গের প্রতিনিধি শান্তনু ঠাকুরের নাম। তাঁর বাবা মঞ্জুলকৃষ্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন রাহুল।

‘মোদী কা পরিবার’

এছাড়াও রাহুলের তালিকা জানাচ্ছে, মোদীর মন্ত্রী কিরেণ রিজিজুর বাবা রিঞ্চিন খুরু অরুণাচল প্রদেশের নেতা তথা বিধায়ক ছিলেন। মন্ত্রী রক্ষা খাড়সের শ্বশুর একনাথ মহারাষ্ট্রের প্রাক্তন বিজেপি মন্ত্রী তথা বর্তমান এনসিপি নেতা। চিরাগ পাসোয়ানের বাবা প্রয়াত রামবিলাস ইউপিএ এবং এনডিএ দুই সরকারেই মন্ত্রী ছিলেন। তবে যদিও প্রধানমন্ত্রী মোদী রাহুলের এমন আক্রমণ ধেয়ে আসার আগেই তার নেতা কর্মী সমর্থকদেরকে বার্তা দেন ‘মোদী কা পরিবার’ লেখা মুছে ফেলতে৷

‘পরিবারতন্ত্রের প্রতিনিধি’

যদিও বিজেপি নেতৃত্বের একাংশের সাফাই, সেই তালিকার দিকে চোখ বোলালে স্পষ্ট হবে, ‘পরিবারতন্ত্রের প্রতিনিধি’ হিসাবে চিহ্নিত ওই মন্ত্রীদের কয়েক জন পূর্বতন ইউপিএ সরকারেরও মন্ত্রী ছিলেন। কংগ্রেসের সমর্থনে হয়েছিলেন বিভিন্ন রাজ্যের উপমুখ্যমন্ত্রীও!

আরও পড়ুন-

এটাই বিজেপি, ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে অনামী মুখ! নয়া ইতিহাস ওড়িশায়

এটাই বিজেপি, ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে অনামী মুখ! নয়া ইতিহাস ওড়িশায়

বিরোধী দলনেতা রাহুল! প্লাস-মাইনাস এফেক্ট নিয়ে দোলাচলে কংগ্রেস?

National: Rahul Gandhi slams PM Modi on ‘Parivartantra,’ highlighting the flaws in BJP’s governance and calling for genuine change. His critical remarks underscore the urgent need for transparency and accountability in Indian politics ahead of the 2024 elections.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *