rahul gandhi
নয়াদিল্লি: কেন্দ্রীয় নানা এজেন্সি দিয়ে বিরোধী দলের নেতাদের যে চাপে রাখার চেষ্টা হচ্ছে সেই অভিযোগ অনেক আগে থেকেই আনা হয়েছে। এবার বিজেপি সরকারের বিরুদ্ধে উঠল ফোন হ্যাক করার অভিযোগ। বিরোধী দলের নেতা ও সাংসদদের আইফোন হ্যাক করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছে কংগ্রেস। সেই প্রেক্ষিতে একটি সাংবাদিক বৈঠক করে মোদী সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ বলেন, তিনি আগে ভাবতেন ১ নম্বরে আছেন প্রধানমন্ত্রী মোদী, ২ নম্বর আদানি এবং ৩ নম্বরে অমিত শাহ। কিন্তু তাঁর ভুল হয়েছিল। আসলে ১ নম্বরে আছেন আদানি, ২ নম্বরে মোদী এবং ৩ নম্বর অমিত শাহ! রাহুলের কথায়, ভারতের রাজনীতি কী চলছে তা বোঝা গিয়েছে। তাই এখন আর আদানি পালাতে পারবেন না। কংগ্রেসের তরফে তোপ, বিভ্রান্তির রাজনীতি চলছে দেশে। আসলে কিছুদিন আগেই অ্যাপলের থেকে বিরোধী একাধিক নেতাদের একটি সতর্কবার্তা এসেছে। সেই নিয়েই যত হইচই।
বিষয় হল, পেগাসাস স্পাইওয়্যার নিয়ে যে আলোড়ন হয়েছিল দেশজুড়ে তারই আংশিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাহুল গান্ধীর দাবি, তাঁর অফিসের অনেক লোকই ফোনে এই সতর্কবার্তা পেয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপি তরুণদের নজর ঘোরানোর চেষ্টা করছে। ফোন হ্যাক করে চাপে ফেলার চেষ্টায় আছে। তবে তাতে লাভ হবে না বলেই সাফ বক্তব্য রাহুলের।