‘দলিত মেয়েকে বিয়ে করা উচিত রাহুল গান্ধীর’, বিতর্ক বাড়ালেন সংসদীয় মন্ত্রী

‘দলিত মেয়েকে বিয়ে করা উচিত রাহুল গান্ধীর’, বিতর্ক বাড়ালেন সংসদীয় মন্ত্রী

নয়াদিল্লি: ‘হাম দো হামারে দো’, পরিবার পরিকল্পনার এই স্লোগান দিয়েই কিছুদিন আগে কেন্দ্রের বিজেপি সরকারকে ঠুকেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতে থাকা রাজনৈতিক অসন্তোষের আবহকে হাতিয়ার করে কেন্দ্র বিরোধিতায় সামিল হয়েছিলেন তিনি। কিন্তু সেই মন্তব্যের জেরেই এবার কংগ্রেস নেতাকে তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন সংসদীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে।

দলিত কন্যাকে বিয়ে করা উচিত রাহুল গান্ধীর, এদিন এমনটাই মন্তব্য করেছেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আথাওয়ালে। সংসদীয় মন্ত্রীর এহেন মন্তব্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বস্তুত, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর অবৈবাহিক অবস্থান নিয়ে এর আগেও রাজনৈতিক মহলে বিদ্রুপের সুর শোনা গেছে। এদিন নিজেরই এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আরো একবার কটাক্ষের শিকার হলেন তিনি।

মঙ্গলবার রাহুল গান্ধীর “হাম দো হামারে দো” উক্তির পাল্টা দেন ন্যাশানাল ডেমোক্রেটিক জোটের রাজ্যসভার সদস্য রামদাস আথাওয়ালে। তিনি বলেন, “এই স্লোগান পরিবার পরিকল্পনার জন্য ব্যবহার করা হয়। যদি রাহুল গান্ধী এটা করতে চান, তবে আগে তাঁকে বিয়ে করতে হবে।” এখানেই শেষ নয়, এরপর আরো এক ধাপ এগিয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “রাহুল গান্ধীর উচিত দলিত কন্যাকে বিয়ে করা। তাহলে মহাত্মা গান্ধীর জাতিভেদহীন সমাজের স্বপ্ন পূরণ হবে। যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্যেও এটা করা যেতে পারে।”

বস্তুত, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে “হাম দো হামারে দো” স্লোগান ব্যবহার করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কৃষক আন্দোলনে কেন্দ্রের অনমনীয় মনোভাবকে নিন্দা করে তিনি বলেছিলেন “হাম দো হামারে দো নীতিতে সরকার চালাচ্ছে বিজেপি৷” উল্লেখ্য, রামদাস আথাওয়ালে এদিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে এনডিএ জোটে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।  ঝাড়খণ্ডের উন্নয়নের জন্য এই জোট দরকারি বলে মন্তব্য করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =