নয়াদিল্লি: ক্ষমতার অলিন্দে থেকেও ক্ষমতাবান হওয়ার আগ্রহ তাঁর মধ্যে কোনও দিনই ছিল না৷ বরং তিনি অনেক বেশি করে দেশকে চিনতে চান, বুঝতে চান৷ এবার খোলাখুলি ‘মন কি বাত’ করলেন গান্ধী পরিবারের অন্যতম সদস্য তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷
আরও পড়ুন- ষষ্ঠ শ্রেণিতে ‘ফেল’, কঠিন লড়াইয়ে সেই মেয়েই আজ IAS
এদিন দিল্লিতে আয়োজিত একটি বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ওয়ানাদের সাংসদ৷ ওই অনুষ্ঠান মঞ্চেই ক্ষমতা ও রাজনীতি সম্পর্কে তিনি যে অনাগ্রহী, তা খোলাখুলি জানান রাহুল। তাঁর কথায়, “এমন অনেক রাজনীতিক আছেন, যাঁরা সর্বদা ক্ষমতায় থাকতে চান৷ তাঁরা ক্ষমতার পিছনে ছুটে বেড়ান। ঘুম থেকে উঠেই ভাবতে থাকেন কীভাবে আরও বেশি ক্ষমতা লাভ করা যায়। সকাল থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত তাঁরা এই বিষয়েই ভাবতে থাকেন। আমাদের দেশটা এমন মানুষেই ভরে গিয়েছে।’’ রাহুল আরও বলেন, আমি এমন একটা পরিবারে জন্ম গ্রহণ করেছি, যা ছিল ক্ষমতার ভরকেন্দ্র। কিন্তু, সত্যি কথা বলতে কী, আমার কোনও দিন ক্ষমতার কোনও আগ্রহ ছিল না। বরং আমি আমার দেশকে আরও বেশি করে বোঝার, দেশকে ভালোবাসার চেষ্টা করে গিয়েছি।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>