শোচনীয় হার, ইস্তফা দিচ্ছেন রাহুল গান্ধী! জরুরি বৈঠক

নয়াদিল্লি: শোচনীয় হার৷ সব থেকে খারাপ ফলও বটে৷ নিজেও হেরেছেন আমেঠি থেকে৷ তাঁর নেতৃত্বে দল ১০০টাও আসন নিশ্চিত করতে না পারায় নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ রাহুল গান্ধীর৷ সূত্রের খবর, আজ ফলাফলের ট্রেন্ড দেখে মা সোনিয়ার সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী৷ ছিলেন প্রিয়াঙ্কাও৷ মা ও বোনের সামনে সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা

শোচনীয় হার, ইস্তফা দিচ্ছেন রাহুল গান্ধী! জরুরি বৈঠক

নয়াদিল্লি: শোচনীয় হার৷ সব থেকে খারাপ ফলও বটে৷ নিজেও হেরেছেন আমেঠি থেকে৷ তাঁর নেতৃত্বে দল ১০০টাও আসন নিশ্চিত করতে না পারায় নিজের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ রাহুল গান্ধীর৷ সূত্রের খবর, আজ ফলাফলের ট্রেন্ড দেখে মা সোনিয়ার সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী৷ ছিলেন প্রিয়াঙ্কাও৷ মা ও বোনের সামনে সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান রাহুল গান্ধী৷

ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের পাশাপাশি হারের দায় নিজের ঘাড়ে নেন রাহুল৷ জানিয়ে দেন, যেহেতু তিনি নিজে নির্বাচনে হেরেছেন ও দলের শোচনীয় হার হয়েছে, তাই তিনি ইস্তফা দিতে চান৷ পরে মা সোনিয়া রাহুলকে বোঝানোর চেষ্টা করেন৷ কেন দলের এই অবস্থা? তা পর্যালোচনার জন্য আগামী সপ্তাহে ওয়ারকিং কমিটির জরুরি বৈঠকে ডাকার কথাও জানান সোনিয়া৷ সেখানে গোটা বিষয়টি আলোচনা করা হবে বলে সূত্রের খবর৷ ওই বৈঠকের পরই খুব সম্ভবত ইস্তফা দেওয়ার প্রসঙ্গটি উঠবে৷

তবে, গোটা বিষয়টি উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সুরজিওয়ালা৷ কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী পদত্যাগের প্রস্তাব ভুয়ো বলেও জানান তিনি৷ কর্মীদের মনোবল ভাঙতেই এই জল্পনা ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি৷

এদিন হার স্বীকার করেও বৃহস্পতিবার বিকালে মোদীকে বার্তা পাঠালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ আমেঠিতে হারের দায় নিজের ঘাড়ে চাপিয়ে স্মৃতি ইরানিকে শুভেচ্ছা জানালেন সোনিয়া পুত্র৷ একই সঙ্গে মোদিকেও অভিনন্দন জানান তিনি৷

সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করে রাহুল জানিয়ে দেন, ‘‘আমাদের মতাদর্শগত বিরোধ আছে৷ তবুও আমি নরেন্দ্র মোদিকে অভিবাদন জানাচ্ছি, নতুন সরকার গঠনের জন্য৷ আমাদের আদর্শের পার্থক্য থাকলেও নরেন্দ্র মোদিকে আমি আমার প্রেম দিতে চাই৷ আমাকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তার পাল্টা হিসাবে মোদিকে প্রেম দিয়ে কথা বলব৷’’ দলের কর্মীদের বলেন, ‘‘আমি আমার দলের কর্মীদের বলব, হতাশ হবেন না৷ দুঃখ পাবেন না৷ আমরা লড়াইয়ে আছি৷ আপনাদের পাশেই আছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =