Aajbikel

সংসদে ঢুকলেন বিজয়ী রাহুল, উৎসবে মাতল ‘ইন্ডিয়া’, অধীর-সুদীপদের মিষ্টিমুখ জনপথে নাচ

 | 
রাহুল

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশের পর সোমবার সকালেই সাংসদ পদ ফিরে পান রাহুল গান্ধী৷ বেলার দিকে সংসদে পৌঁছন বিজয়ী রাহুল৷ তিনি সংসদে ফিরতেই শুরু হয় ‘ইন্ডিয়া’র উৎসব৷ মিষ্টিমুখ করেন অধীর-সুদীপরা৷  জনপথে  শুরু হয় নাচ৷ 

এদিন প্রথমেই সংসদ ভবনের বাইরে থাকা মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে তাঁকে প্রণাম জানান ওয়ানাড়ের সাংসদ৷ তার পর পা রাখেন সংসদের অন্দরে। সেই সময় রাহুলকে ঘিরে দেখা যায় বিরোধী জোটের সাংসদদের ভিড়। পুরনো সংসদ ভবনের দোতলার বারান্দাতেও তখন রাহুলকে দেখার জন্য হুড়োহুড়ি। রাহুল সংসদে আসার অনেক আগে থেকেই সংসদের গেটের সামনে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, পি চিদম্বরমের মতো নেতা-সহ ‘ইন্ডিয়া’-র শরিকরাও উপস্থিত ছিলেন সংসদ ভবনের গাড়ি বারান্দার সামনে।

 



রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়ার পরেই সংসদে আসেন মা সোনিয়া গান্ধী। ছেলে সংসদে ফেরায় রায়বরেলির সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ার পার্সন সোনিয়ার মুখে দেখা গেল স্বস্তির হাসি। সংসদে ঢোকার মুখে তাঁকে শুভেচ্ছা জানান সাংসদরাও। রাহুলকে নিয়েই সংসদে প্রবেশ করেন সোনিয়া৷ যদিও রাহুলের আগেই সংসদে পৌঁছে গিয়েছিলেন তিনি। রাহুল আসার পর তাঁকে আবার সংসদের লনে দেখা যায়।  রাহুলকে নিয়ে তিনি ফের ভিতরে ঢোকেন। 


 

Around The Web

Trending News

You May like