Aajbikel

মাথায় সাদা তিলক, কেদারনাথে পুণ্যার্থীদের চা বিলি রাহুলের, রাখলেন সেলফি তোলার আবদার

 | 
রাহুল

নয়াদিল্লি: তিনদিনের জন্য উত্তরাখণ্ড  সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার দীর্ঘ সময় ধরে কেদারনাথ মন্দিরে পুজো দেন তিনি। শুধু তাই নয়, পুজো শেষে দেব দর্শনে লাইনে দাঁড়ানো পুণ্যার্থীদের মধ্যে চাও বিলি করেন কংগ্রেস সাংসদ। 

এদিকে, রাহুলকে এত কাছ থেকে পেয়ে অনেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার জানান। একজন আবার বলে বলেন, ‘‘স্যার, আপনাকে টিভিতে দেখি। আজ সামনাসামনি দেখে খুবই ভাল লাগছে। আমি আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি?’’ এমন অনেকেই আবদার জানিয়েছিলেন রাহুলের কাছে৷ সে সব আবেদন হাসিমুখে রেখেছেন সোনিয়া-তনয়৷  


তবে কংগ্রেস নেতার এই সফর নিয়ে রাজনীতির চর্চাও শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। তার আগে রাহুলের তিন দিনের তীর্থযাত্রায়  অনেকেই বিস্মিত। তিনদিনের সফরে প্রথমদিনেই কেদারনাথ মন্দিরে যান রাহুল। দেহরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দর থেকে সোজা কেদারনাথে পৌঁছন তিনি। বিকেলে হেলিকপ্টারে চেপে কেদারনাথ হেলিপ্যাডে এসে পৌঁছন৷  সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত ও কংগ্রেস কর্মীরা।

মন্দিরে পুজো দেওয়ার পর আরতিতেও অংশ নেন রাহুল গান্ধী। তারপরই ভক্তদের জন্য আয়োজিত ‘চা-সেবা’য় হাত লাগান। নিজের হাতে সকল ভক্তদের মধ্যে চা পরিবেশন করেন৷ সূত্রের খবর, রাতে নাকি কেদারনাথেই ছিলেন কংগ্রেস সাংসদ। সোমবারও মন্দির চত্বরে আয়োজিত ‘ভক্ত সেবা’-তে অংশ নেওয়ার কথা তাঁর৷ 

Around The Web

Trending News

You May like