‘পাশে আছি’, দিল্লির নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস রাহুলের

‘পাশে আছি’, দিল্লির নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস রাহুলের

 

নয়াদিল্লি: দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় ন’বছরের শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত রাজধানী৷ শুধু তাই নয়, পরিবারকে অন্ধকার রেখেই অভিযুক্তরা ওই শিশুটির দেহ সৎকার করে দেয় বলেও অভিযোগ৷ বুধবার নির্যাতিতা বালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ 

আরও পড়ুন- পাপড়িচাটের রাজনীতি, মোদীর মন্তব্যের পাল্টা জবাবে ‘স্ন্যাক্স পার্টি’ তৃণমূলের

গতকালই এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছিলেন রাহুল৷ নিহত শিশুকে ‘দেশের কন্যা’ বলেও উল্লেখ করেছিলে তিনি৷ হিন্দিতে লেখা ওই টুইটে রাহুল বলেন, ‘দলিত সন্তানও এই দেশেরই মেয়ে৷’ আজ ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করা পর সংবাদ সংস্থা এএনআইকে রাহুল বলেন, ‘‘আমি ওই পরিবারের সঙ্গে কথা বলেছি৷ তাঁরা সুবিচার ছাড়া আর কিছুই চান না৷’’ তিনি আরও জানান, তাঁরা সুবিচার পাচ্ছে না বলেই অভিযোগ৷ ‘‘আমরা তাঁদের সাহায্য করব৷ আমি তাঁদের পাশে আছি৷ সুবিচার না পাওয়া পর্যন্ত রাহুল গান্ধী তাঁদের পাশে আছে৷’’  
 

উল্লখ্য, দিল্লির ক্যান্টনমেন্টের পুরোন নাঙ্গল এলাকায় ৯ বছরের ওই শিশুটির রহস্য মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা৷ জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় খাবার জল আনতে স্থানীয় শ্মশানে গিয়েছিল সে৷ এর পর থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি৷ সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দারা তার পরিবারকে জানায় ওই শিশুটির মৃত্যু হয়েছে৷ অভিযোগ, এর পর তার পরিবারকে ভয় দেখিয়ে শিশুটির দেহ সৎকার করে দেয় শ্মশানের পুরোহিত ও তাঁর সঙ্গীরা৷ তার পরিবারকে জানানো হয়, রবিবার জল আনতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে৷ কিন্তু ওই শিশুটার মা জানান, তার মেয়ের সারা গায়ে পোড়া দাগ ছিল৷ এমনকী ঠোঁট ও মুখে নীলচে দাগ দেখা গিয়েছে৷ 

ইতিমধ্যে ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণপূর্ব দিল্লি)ইঙ্গিত প্রতাপ সিং জানান, ময়নাতদন্তে অসম্পূর্ণ ছিল৷ চার অভিযুক্তে পলিগ্রাফ এবং নারকোটিক টেস্ট করা হবে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =