নয়াদিল্লি: প্রথম চার দফা নির্বাচনে বাংলায় প্রচারে আসেনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পঞ্চম দফার নির্বাচনের আগে বঙ্গ সফরে এসেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যদিও সেই সফর করার পরেই তিনি জানিয়েছিলেন বাকি কর্মসূচিতে নিয়ে বাতিল করলেন বাংলার জন্য, তার কারণ অবশ্যই করোনাভাইরাস পরিস্থিতি। এবার বঙ্গ সফর থেকে ফিরেই করোনাভাইরাস আক্রান্ত হলেন খোদ রাহুল গান্ধী। এদিন টুইট করে তিনি নিজেই জানিয়েছেন এই কথা।
টুইট করে রাহুল গান্ধী বলেন, “মৃদু উপসর্গ দেখা দিয়েছিল, পরবর্তী ক্ষেত্রে টেস্ট করায় কোভিড পজেটিভ এসেছে। যারা যারা বিগত কয়েক দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন তারা নিয়ম বিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।” ১৪ এপ্রিল বঙ্গ সফরে এসে নকশালবাড়িতে সভা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার পরেই তিনি ঘোষণা করেন যে বাংলায় আর সফর করবেন না। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও যাবতীয় জনসভা এবং কর্মসূচি থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। যদিও কোন রাজনৈতিক দল এখনও পর্যন্ত পুরোপুরি নিজেদের সভা এবং কর্মসূচি নিষিদ্ধ করেনি। বামফ্রন্ট জানিয়েছে যে তারা বড় জনসমাবেশ করবে না কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে। কংগ্রেসও একই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কর্মসূচি কাটছাঁট করে জানিয়েছেন কলকাতায় তিনি আর বড় জনসমাবেশ করবেন না এবং বক্তব্য ছোট করে দেবেন। যদিও বিজেপি নিজেদের জনসভা এবং কর্মসূচি কোন কিছুই কাটছাঁট করেনি।
After experiencing mild symptoms, I’ve just tested positive for COVID.
All those who’ve been in contact with me recently, please follow all safety protocols and stay safe.
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
এদিকে শেষ দুই দফার নির্বাচনে একদিনে করতেছে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অনুরোধ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে এবং এখনো করছে। মনে করা হচ্ছে নির্বাচন কমিশন আগের মতই নিজের সিদ্ধান্ত বজায় রাখবে এবং ভোট দফার পরিবর্তন করবে না। তবে যে হারে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে তাতে অবশ্যই নির্বাচন কমিশনের এই প্রসঙ্গে ভেবে দেখা উচিৎ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।