খেতে পাচ্ছি না! শ্রমিকদের পাশে বসে যন্ত্রণার কথা শুনলেন রাহুল গান্ধী

খেতে পাচ্ছি না! শ্রমিকদের পাশে বসে যন্ত্রণার কথা শুনলেন রাহুল গান্ধী

 

নয়াদিল্লি: পরিযায়ী শ্রমিকদের জন্য সাম্প্রতিককালে সবথেকে বেশি যাঁরা গলা ফাটিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ কেন্দ্রের বিরুদ্ধে বারংবার শ্রমিকদের হয়ে কথা বলতে শোনা গিয়েছে তাঁকে৷ এবার টুইটের বাইরে গিয়ে সরাসরি পথে নেমে বিশ্রাম নেওয়া পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ দুপুরে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলতে রাজপথে নামেন রাহুল গান্ধী৷ দিল্লির সুখদেভ ভিহার ফ্লাইওভারে নিচে আশ্রয় নেওয়া পরিযায়ী শ্রমিকদের একটি দলের সঙ্গে কথা বলেন রাহুল৷ তাঁদের সঙ্গে রাস্তায় বসে পড়েন সোনিয়া-পুত্র৷ জানতে চান তাঁদের অসুবিধার কথা৷ রাহুলকে কাছে পেয়ে নিজেদের ক্ষোভ-বিক্ষোভের কথা জানান পরিযায়ী শ্রমিকদের একাংশ৷