কৃষি আইন প্রত্যাহারে দাবিতে অভিনব প্রতিবাদ, ট্রাক্টর চালিয়ে সংসদের পথে রাহুল

কৃষি আইন প্রত্যাহারে দাবিতে অভিনব প্রতিবাদ, ট্রাক্টর চালিয়ে সংসদের পথে রাহুল

নয়াদিল্লি: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অভিনব প্রতিবাদ কংগ্রেসের৷ ট্রাক্টর চালিয়ে সংসদের পথে রহুল গান্ধী৷ কৃষকদের সমর্থনে ট্রাক্টর নিয়ে এদিন সংসদের উদ্দেশে  রওনা দেন ওয়ানাড়ের সাংসদ৷ এদিন সকালে বাড়ি থেকেই ট্রাক্টর নিয়ে বেরন তিনি৷  তাঁর সঙ্গে রয়েছে আরও তিন দলীয় সাংসদ ও অন্যান্য নেতারা৷ এদিকে, কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা সহ গ্রেফতার আরও কিছু কংগ্রেস নেতা৷

আরও পড়ুন- মারাত্মক ভূমিধস হিমাচলে, ভাঙল সেতু, মৃত্যু পর্যটকদের

কিন্তু বিজয় চৌকের কাছে সংসদের গেটের কাছে পৌঁছতেই ট্রাক্টর আটকায় পুলিশ৷ অন্যদিকে ট্রাক্টর নিয়ে সংসদে ঢোকার লক্ষ্য অবিচল রাহুলও৷ কেন্দ্রের তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে কংগ্রেস৷ সংসদে ঢোকার অনুমতি পাওয়ার অপেক্ষায় বাইরেই অপেক্ষা করছেন রাহুল৷ চলছে কৃষি আইন বিরোধী স্লোগান৷ প্রসঙ্গত, আগামী বছর পঞ্চাবে বিধানসভা ভোট৷ ফলে কৃষি আইনের প্রভাব পঞ্জাব ভোটে পড়তে চলেছে বলেও মনে করা হচ্ছে৷ 

এর আগে সংসদে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ করেছেন কংগ্রেস সাংসদরা৷ আজ ট্রাক্টর নিয়ে সোজা সংসদ গেটে উপস্থিত হন রাহুল৷ উল্লেখ্য, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এখনও দিল্লি ও হরিয়ানার বিভিন্ন সীমান্তে ধরনায় রয়েছেন কৃষকরা৷ পাশাপাশি দিল্লির যন্তর মন্তরেও চলছে বিক্ষোভ৷ ৯ তারিখ পর্যন্ত সেখানে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে তাঁদের৷ সকাল থেকে সন্ধে পর্যন্ত চলছে কৃষকদের ধরনা৷ কৃষকদের পাশে থাকার বার্তা নিয়ে সংসদে লড়াই চালাচ্ছে কংগ্রেস৷ 

আরও পডুন- তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হচ্ছেন মমতা, সর্বসম্মতিতে প্রস্তাব পাশ

এদিন রাহুল গান্ধী বলেন, কৃষকদের বার্তা সংদসদে নিয়ে এসেছি৷ সংসদে কৃষি বিল নিয়ে চর্চা করার সুযোগ দেওয়া হচ্ছে না৷ কৃষকদের কণ্ঠরোধ করা হচ্ছে৷ কৃষকদের অবহেলা করা হচ্ছে৷ সেকারণেই ট্রাক্টর নিয়ে এখানে আসে৷ কৃষক বিরোধী কালো আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে৷ এই আইন উদ্যোগপতিদের স্বার্থের জন্য তৈর্ করা হয়েছে৷  কৃষকদের জন্য নয়৷ এই ট্রাক্টর কৃষকদের বার্তা বহন করছে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 16 =