Aajbikel

রাইডার রূপে রাহুল! স্পোর্টস বাইকে লে-তে ঘুরছেন সাংসদ

 | 
rahul

লাদাখ: মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর সাংসদ পদ বাতিল হয়ে গিয়েছিল। জেলের সাজা পর্যন্ত হয়েছিল। কিন্তু অবশেষে অনেক বাধা টপকে আবার সংসদে এন্ট্রি নেন রাহুল গান্ধী। সাংসদ পদ ফিরে পেয়ে অধিবেশনে যোগ দিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গি দেখাতেও ভোলেননি। তবে আপাতত রাজনীতি থেকে কিছুটা বাইরে গিয়েছেন তিনি। এখন রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে লে-লাদাখে, বাইক রাইড করতে। 

২০ আগস্ট বাবা রাজীব গান্ধীর জন্মবার্ষিকী পালন করবেন রাহুল। তার জন্যই এখন লে-তে আছেন তিনি। আর সেখানে একদম 'ধূম মাচালে' মুডে পাওয়া যাচ্ছে তাঁকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে যে ছবি পোস্ট করেছেন তিনি তা দেখে যে কারোর ঘুরতে যেতে ইচ্ছে করবে। আর যারা বাইক রাইড পছন্দ করেন, তারা তো রাহুল গান্ধীকে রীতিমতো হিংসা করবেন এই ছবিগুলি দেখার পর। অপরূপ সুন্দর পরিবেশে পাহাড়ের বুক চিরে এগিয়ে যাচ্ছে কয়েকটি বাইক। তার মধ্যে একটি রাহুল গান্ধীর। সঙ্গীদের নিয়ে লেহ-তে স্পোর্টস বাইকে ঘুরছেন তিনি।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম লেহ-লাদাখ গিয়েছেন রাহুল গান্ধী। তবে তাঁর এই সফর কতটা রাজনৈতিক বা ব্যক্তিগত তা নিয়ে চর্চা চলছে। আসলে ‘ভারত জোড়ো যাত্রা’য় দক্ষিণ ভারত থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করেছিলেন কংগ্রেস সাংসদ। গোটা দেশজুড়ে কার্যত জনসংযোগ গড়ার কাজ করেছেন তিনি। তাই লে-লাদাখ গিয়েও যে নতুন করে এই কাজ তিনি করবেন না তা বলা কঠিন। 

Around The Web

Trending News

You May like