নয়াদিল্লি:আজ দ্বিতীয় বারের জন্য শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদির শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় নয়া পোস্ট করলেন কংগ্রেস সভাপতির পদ ছাড়তে চাওয়া রাহুল গান্ধী৷ ভোটে দলের ভরাডুবির পর এই প্রথম গৃহবন্দি রাহুল গান্ধীর পোস্ট ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা৷
লোকসভা ভোটে হার দায় নিয়ে কংগ্রেসের সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন রাহুল গান্ধী৷ রাজি হয়নি দল৷ এই নিয়ে টানাপোড়নের মধ্যেই উঠছিল প্রশ্ন৷ কী করছেন রাহুল? কোথায় আছেন? মন ভাল করতে ফের বিদেশে গায়েব হয়ে যাবেন রাহুল? এই প্রশ্নের ভিড়ের মাঝে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল একটি ছবি৷ ছবিটি রাহুল গান্ধীর তোলা৷ দেখা মনে হচ্ছে, ১২, তুঘলক লেনের বাড়ির বাইরে ছবি৷ গাড়িতে বসে৷ হাতে স্টিয়ারিং৷ পিছনের সিটে বসে তাঁর সবথেকে প্রিয় পোষ্য কুকুর পিডি৷ মুখে হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে৷ ছবিটি ট্যুইটারে শেয়ার করেছেন অনিল শর্মা৷ তিনি লিখেছেন, ‘‘মঙ্গলবার নয়াদিল্লিতে রাহুল গান্ধী৷’’
ছবিটি ভাইরাল হতে সময় নেয়নি৷ দলের সংকটের মধ্যেও পোষ্য নিয়ে হাল্কা মুডে রাহুলের ঘুরে বেরনো দেখে সমালোচনা করেছেন অনেকেই৷ আবার কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, মানুষের দুর্দিনে কুকুর হল সব থেকে ভালো বন্ধু৷