হাতে নগদ মাত্র ৫৫ হাজার, রয়েছে ঋণও! জানেন রাহুল গান্ধীর মোট সম্পত্তি কত?

হাতে নগদ মাত্র ৫৫ হাজার, রয়েছে ঋণও! জানেন রাহুল গান্ধীর মোট সম্পত্তি কত?

কলকাতা: আসন্ন লোকসভা ভোটে কেরলের ওয়ানড় কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালেও ওয়ানড় থেকেই জিতেছিলেন তিনি। চারবারের সাংসদ রাহুল গান্ধীর মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? 

যাঁর ঠাকুমা ও বাবা প্রধানমন্ত্রী ছিলেন, সেই গান্ধী পরিবারের সন্তান রাহুল। তাঁর মা সোনিয়া গান্ধীও দীর্ঘ আড়াই দশক কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন৷ রাহুল নিজেও এক সময় কংগ্রেস সভাপতি ছিলেন। সেই রাহুল গান্ধীর মোট সম্পত্তির পরিমাণ কত তা জানা গেল নির্বাচনী হলফনামা থেকে৷ রাহুলের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ২০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি৷ তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১১ কোটি ১৪ লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯ কোটি ২৪ লক্ষ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে তাঁর দিল্লির অফিস৷ যার দাম প্রায় ১১ কোটি টাকা। বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে অংশীদারিত্বে দিল্লি সংলগ্ন অঞ্চলের পাশেই রয়েছে কিছু কৃষিজমি৷ তবে প্রায় ৫০ লক্ষের মতো ঋণও রয়েছে কংগ্রেসের বিদায়ী সাংসদের কাঁধে৷ 

এছাড়াও তিনি স্টকে বিনিয়োগ রয়েছে প্রায় ৪.৩ কোটি টাকা। মিউচুয়াল ফান্ডে তাঁর বিনিয়োগ ৩.৮১ কোটি টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৬ কোটি লক্ষ টাকা। তবে হাতে নগদ রয়েছে মাত্র ৫৫ হাজার টাকা। এছাড়াও তাঁর কাছে প্রায় ৪.২ লক্ষ টাকার গয়না রয়েছে। গত পাঁচ বছরে রাহুলের অস্থাবর সম্পত্তির পরিমাণ বেড়েছে প্রায় ৫৯ শতাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *