কমল নাথের ‘আইটেম’ মন্তব্য দুর্ভাগ্যজনক, ড্যামেড কন্ট্রোলে রাহুল

কমল নাথের ‘আইটেম’ মন্তব্য দুর্ভাগ্যজনক, ড্যামেড কন্ট্রোলে রাহুল

10bd3d0635c1bbbc605eec3f580944b0

নয়াদিল্লি: কমল নাথের ‘আইটেম’ মন্তব্যের কড়া সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ বিজেপি নেত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ইমারতি দেবীকে প্রকাশ্যে ‘আইটেম’ বলে সম্বোধন করে বিতর্কে জড়ান বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ৷ বিজেপি নেত্রী সম্পর্কে এ হেন মন্তব্য দুর্ভাগ্যজনক বলেই এদিন মন্তব্য করলেন রাহুল৷

আরও পড়ুন- চটজলদি লকডাউনের সিদ্ধান্তেই বাজিমাত, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘‘কমন নাথ আমার দলের সদস্য৷ কিন্তু উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, ব্যক্তিগতভাবে আমি তা পছন্দ করি না৷ যেই হোক না কেন, আমি এ ধরনের ভাষা সমর্থন করি না৷’’ রাহুল আরও বলেন, ‘‘আমার মনে হয়, মহিলাদের প্রতি আচরণ আরও ভালো হওয়া উচিত…নারী আমাদের গর্ব। তাঁদের সুরক্ষিত রাখতেই হবে।’’ এদিকে রাহুল গান্ধীর মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে কমল নাথ বলেন, ‘‘এটা রাহুল গান্ধীর মতামত৷ আমি ইতিমধ্যেই আমার মন্তব্যর ব্যাখ্যা দিয়েছি৷ কেন আমি ক্ষমা চাইতে যাব, যখন কাউকে অপমান করার জন্য একথা বলিই নি৷’’    

প্রসঙ্গত, ইমারতি দেবী আগে কংগ্রেসেই ছিলেন৷ এমনকী কমল নাথের মন্ত্রিসভার সদস্যও ছিলেন তিনি৷ এখন দল বদলে বিজেপিতে নাম লিখিয়েছেন৷ মধ্যপ্রদেশের ডাবরা কেন্দ্র থেকে বিজিপি’র প্রার্থীও হয়েছেন তিনি৷ আগামী মাসেই মধ্যপ্রদেশে উপনির্বাচন৷ ভোটের প্রচারে গিয়েই ইমারতি দেবী সম্পর্কে এই মন্তব্য করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ যার জেরে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন তিনি৷ এদিন রাহুল গান্ধীর মন্তব্যে কংগ্রেস কিছুটা অক্সিজেন পেল বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা৷ তবে মধ্যপ্রদেশে গদি হারানোর পর এমনিতেই কোণঠাসা ছিলেন কমল নাথ৷ এবার ভোটের আগে এহেন মন্তব্যে আরও খানিকটা বিপাকে পড়লেন৷ 

আরও পড়ুন- উৎসবে পর্ন ভিডিয়ো ‘উপহার’ উপমুখ্যমন্ত্রীর, তোলপাড় রাজ্য রাজনীতি

যদিও গতকাল নিজের বক্তব্যের সাফই দিয়ে কমল নাথ বলেছিলেন, ‘‘হ্যাঁ আমি ‘আইটেম’ বলেছি। এবং এটা কোনও অসম্মানসূচক শব্দ নয়। আমি নিজেও একটা আইটেম। আপনিও একটা আইটেম। এবং এক্ষেত্রে বলতে গেলে আমরা সবাই আইটেম।’’ তবে তাঁর বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তাঁর মন্তব্যের প্রতিবাদে সোমবার ভোপালে দু’ঘণ্টার জন্য মৌনব্রত পালন করেন তিনি। কমল নাথকে ‘সামন্ততান্ত্রিক’ বলে কটাক্ষ করে বিজেপি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *