১৫ বিরোধী দলকে নিয়ে রাহুলের ব্রেকফাস্ট বৈঠকে তৃণমূল, দুই কক্ষে পেশ মুলতুবি প্রস্তাব

১৫ বিরোধী দলকে নিয়ে রাহুলের ব্রেকফাস্ট বৈঠকে তৃণমূল, দুই কক্ষে পেশ মুলতুবি প্রস্তাব

নয়াদিল্লি: পেগাসাস ইস্যুতে আজও উত্তাল হতে পারে সংসদ৷ বিজেপি’র উপর চাপ বাড়াতে মক পার্লামেন্টের পরিকল্পনা৷ এদিকে আজ সকালেই সাংসদদের সঙ্গে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে প্রাতরাশ বৈঠক করেন রাহুল গান্ধী৷ ১৫টি বিরোধী দলের প্রতিনিধিরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন৷ তৃণমূল কংগ্রেসের তরফে এই বৈঠকে যোগ দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও সৌগত রায়৷ পাশাপাশি পেগাসাস ইস্যুতেও কড়া অবস্থান নিয়েছে তৃণমূল৷ লোকসভা ও রাজ্যসভায় মুলতুবি প্রস্তাবের নোটিশ জমা৷

আরও পড়ুন- বাড়ল ডিজিটালের গতি, ‘e-RUPI’ চালু করলেন প্রধানমন্ত্রী

 
গত সপ্তাহে লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলের সাংসদের নিয়ে বৈঠক করেছিলেন রাহুল গান্ধী৷ এর পরেই সংসদে পেগাসাস ইস্যুতে একযোগে তদন্ত ও জবাবদিহি করার গাহি তোলা হয়েছিল৷ এদিন আরও একবার বিরোধী দলগুলিকে একসূত্রে বেঁধে এককাট্টা লড়াই চালাতে প্রাতরাশে আমন্ত্রণ জানান ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ৷ এই বৈঠকে তৃণমূলের উপস্থিতি নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ তবে যাক পেলেও আসেনি আপ এবং সমাজবাদী পার্টি৷ 

এর আগে দিল্লি সফরে গিয়ে সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরেই রাহুলের ডাকা বৈঠকে হাজিরা দেয় তৃণমূল৷ অথচ এর আগে সোনিয়া তনয়ের ডাকা বৈঠক এড়িয়ে গিয়েছিল রাজ্যের শাসক দল৷ এ বিষয়ে তৃণমূল সাংসদদের স্পষ্ট বক্তব্য, আগের বার মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধীর মধ্যে সাক্ষাৎ হয়নি৷ কিন্তু তাঁদের মধ্যে বৈঠক হওয়ার পর আগামীর দিশা স্পষ্ট৷  

আরও পড়ুন- পেগাসাস নিয়ে তদন্ত চান নীতীশ! চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

অন্যদিকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে আজ সাইকেল চালিয়ে সংসদের উদ্দেশে রওনা দেন বিরোধী দলের সাংসদরা৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seventeen =