দুর্যোগ উপেক্ষা করেই ওয়েনাড়ে রাহুল-প্রিয়ঙ্কা, পৌঁছলেন ধস-বিধ্বস্ত চুরালমালায়

ওয়েনাড়: ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড়৷ এখনও পর্যন্ত ৩০০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ গতকালই সেখানে যাওয়ার কথা ছিল ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী ও সম্ভাব্য সাংসদ…

ওয়েনাড়: ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড়৷ এখনও পর্যন্ত ৩০০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ গতকালই সেখানে যাওয়ার কথা ছিল ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী ও সম্ভাব্য সাংসদ পদপ্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী বঢড়ার৷ তবে প্রাকৃতিক বাধায় সেখানে পৌঁছতে পারেননি তাঁরা৷ তবে ওয়েনাড়বাসীকে দেওয়া কথা রাখলেন রাহুল-প্রিয়ঙ্কা। বৃহস্পতিবার বর্ষাতি গায়ে জড়িয়েই ধস-বিধ্বস্ত এলাকায় পৌঁছলেন তাঁরা।

 

বৃষ্টি এখনও থামেনি ওয়েনাড়ে। ধসে ভেঙে পড়া কাদা-পাথর এখনও ঢিবির মতো জমে রয়েছে জায়গায় জায়গায়৷ পরিস্থিতি যে কতটা বিপজ্জনক তা ওয়েনাড়ের ছবি দেখলেই বোঝা যায়৷ তবে যাবতীয় দুর্যোগ উপেক্ষা করেই ওয়েনাড়ের চুরালমালা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন রাহুল ও প্রিয়াঙ্কা৷ মেপ্পাড়ির কমিউনিটি হেল্থ সেন্টারে দুর্গতদের সঙ্গে কথা বলার পর স্থানীয় একটি হাসপাতাল এবং দুটি ত্রাণশিবিরে যান তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা আলাপ্পুঝার সাংসদ কেসি বেণুগোপালও।