প্রধানমন্ত্রী ‘নিখোঁজ’! দাবি করছে কংগ্রেস

প্রধানমন্ত্রী ‘নিখোঁজ’! দাবি করছে কংগ্রেস

172e93c72062d36faf2f4b9c5e9bb75d

নয়াদিল্লি: দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের ব্যাপক সমালোচনা করেছে কংগ্রেস। এখন দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারতের অবস্থা আরো বেশি করুণ হয়ে গিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের পাশাপাশি অক্সিজেন এবং ওষুধের আকাল সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই পরিস্থিতিতে আবার কেন্দ্রীয় সরকারের ‘সেন্ট্রাল ভিস্তার’ কাজ পুরোদমে চলছে বলে দাবি করেছে বিরোধীরা। এই পরিপ্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে কংগ্রেস দাবি করল যে তিনি নাকি এখন ‘নিখোঁজ’ রয়েছেন! এই বিষয় ইতিমধ্যেই টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। 

এদিন টুইট করে তিনি লিখেছেন, “ভ্যাকসিন, অক্সিজেন আর ওষুধের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিখোঁজ হয়ে গেছেন। শুধু খোঁজ পাওয়া গেছে সেন্ট্রাল ভিস্তার প্রকল্প, ওষুদের উপর জিএসটি আর প্রধানমন্ত্রীর ছবির! এর পাশাপাশি একাধিক রাজ্যের গঙ্গায় যে মরদেহ ভাসতে দেখা যাচ্ছে সেই বিষয় নিয়েও কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছে। দাবি করা হয়েছে, পবিত্র গঙ্গা এখন মরদেহ ভাসতে দেখা যাচ্ছে তবুও কেন্দ্রীয় সরকারের কিছু চোখে পড়ছে না। চূড়ান্ত লজ্জার বিষয়। এদিন আবার গঙ্গার পাশে একাধিক জায়গায় মরদেহ পুঁতে রাখা হয়েছে বলেও খবর মিলেছে। সেই খবর ছড়িয়ে পড়তেই আলাদা ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে দেশে। এর আগেও কেন্দ্রীয় সরকারের এই সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা আক্রমণ করেছে নরেন্দ্র মোদীকে। 

যদিও কেন্দ্রের তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, প্রত্যেক প্রকল্পের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকে। সেন্ট্রাল ভিস্তার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তার থেকে অনেক গুন বেশী অর্থ বরাদ্দ করা হয়েছে গোটা দেশের টিকাকরণ কর্মসূচিতে। যদিও কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের কাজ নিয়ে সমালোচনা থামছে না কিছুতেই। এদিকে, এই পরিস্থিতিতে মমতা-সোনিয়া সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠাল দেশের ১২টি বিরোধী দলের সদস্যরা৷ এই যৌথ চিঠিতে বলা হয়েছে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত সমস্ত উৎস থেকে ভ্যাকসিং সংগ্রহ করা এবং সেই সঙ্গে ভ্যাকসিনের ঘরোয়া উৎপাদন বাড়ানো৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *