“মোদির দুনিয়ায় সত্যিকে মুছে ফেলা হয়”,আরও ঝাঁঝালো রাহুল গান্ধী

নয়াদিল্লি: “সত্যকে মোদি জির জগতে উড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু বাস্তবকে নয়।” সংসদে রেকর্ড থেকে হিন্দুদের নিয়ে রাহুল গান্ধির মন্তব্যের একাংশ সরিয়ে দেওয়ার পর আরও…

নয়াদিল্লি: “সত্যকে মোদি জির জগতে উড়িয়ে দেওয়া যেতে পারে, কিন্তু বাস্তবকে নয়।” সংসদে রেকর্ড থেকে হিন্দুদের নিয়ে রাহুল গান্ধির মন্তব্যের একাংশ সরিয়ে দেওয়ার পর আরও ঝাঁঝালো সুরে তোপ দাগলেন দেশের বিরোধী দলনেতা৷ তিনি লোকসভায় যা বলেছেন, তার মধ্যে কোনও অসত্য কিছু নেই। ‘হিন্দুত্ব’, নিট এবং অগ্নিপথ প্রকল্প প্রসঙ্গে তাঁর মন্তব্য নিয়ে শাসকজোটের শোরগোলের পরই মঙ্গলবার তার পাল্টা জবাব দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

সংসদে ঢোকার আগে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মোদীজির জমানায় সত্যের কণ্ঠরোধ করা হয়। কিন্তু বাস্তবে সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। তারা যত খুশি কণ্ঠরোধ করার চেষ্টা করুক না কেন, আমার যা বলার, তা-ই বলেছি। সত্যিটা সত্যিই।” সোমবার বিরোধী দলনেতা রাহুলের ‘হিন্দু’ মন্তব্যের জেরে উত্তাল হয় লোকসভা। শাসকজোটের সাংসদদের উদ্দেশে তিনি বলেন, “যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *