নয়াদিল্লি: সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়ে বড় ঘোষণা করে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে আগামী ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে যাদের বয়স তারা টিকা গ্রহণ করতে পারবেন। একইসঙ্গে জানানো হয়েছিল যে খোলাবাজারে টিকা পাওয়া যাবে। আজ খোলা বাজারে করোনা ভাইরাস টিকার দাম কত হবে সেই বিষয়ে জানানো হয়েছে। সেই তথ্য প্রকাশ্যে আসতেই ফের একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বন্ধুদের সাহায্য করা হচ্ছে এই অভিযোগ তুলে ফের একবার তোপ দাগেন তিনি।
এদিন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তাদের নির্মিত কোভিশিল্ড ভ্যাকসিনের দাম কত হবে সে ব্যাপারে বিস্তারিত জানিয়েছে। সেই তথ্য প্রকাশ্যে আসতেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইট করে লেখেন, “দেশের বিপর্যয় এদিকে মোদীর বন্ধুদের কাছে সুযোগ। কেন্দ্রীয় সরকারের অন্যায়!” এই মন্তব্য করে ওই সংস্থার ভ্যাকসিনের দামের তালিকা পোস্ট করেন কংগ্রেস সাংসদ। প্রসঙ্গত, সম্প্রতি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন রাহুল গান্ধী। তিনি আপাতত হোম কোয়ারান্টিনে রয়েছেন। তার আগে ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তাঁর অবস্থাও স্থিতিশীল।
आपदा देश की
अवसर मोदी मित्रों का
अन्याय केंद्र सरकार का!#VaccineDiscrimination pic.twitter.com/oOTC77AmkB— Rahul Gandhi (@RahulGandhi) April 21, 2021
প্রসঙ্গত, বুধবার এসএসআই একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, কোভিশিল্ডের প্রতি ডোজ কেনার জন্য রাজ্য সরকারকে খরচ করতে হবে ৪০০ টাকা। বেসরকারী হাসপাতালগুলি সেই টিকা পাবে ৬০০ টাকায়। তবে টিকা চুক্তি অনুযায়ী বর্তমানে কেন্দ্রীয় সরকারকে ১৫০ টাকায় প্রতি ডোজ টিকা দিচ্ছে সেরাম ইনস্টিটিউট। মঙ্গলবার ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক মাসে ৭০০ ডোজ টিকা তৈরি করবে ভারতের সংস্থাগুলি যা ৬০টি দেশে রপ্তানি করা হবে। বিদেশের বাজারে ভারতীয় টিকার দাম নির্ধারিত হয়েছে প্রতি ডোজ ১৫ থেকে ২০ ডলার। ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে মঙ্গলবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী একটি বৈঠকে বসেন। সেখানেই প্রস্তুতকারকদের উৎপাদন মাত্রা বৃদ্ধি করতে বলা হয়। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসএসআই) জানিয়েছে, আগামী মে মাসের মধ্যে উৎপাদনে ব্যাপক বৃদ্ধি করা হবে।