রাহুল গান্ধীর বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ, দেখুন ভিডিও

নয়াদিল্লি: এবার সরাসরি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুললেন অমেঠী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি৷ নির্বাচনে হারা নিশ্চিত জেনে অজুহাত খুঁজছেন স্মৃতি, কটাক্ষ কংগ্রেস শিবিরের৷ পাল্টা ভোট লুটের ভিডিও পোস্ট কন্দ্রীয় মন্ত্রীর৷ আজ পঞ্চম দফায় সাতটি রাজ্যের মোট ৫১টি আসনের মধ্যে ভোটগ্রহণ হয় অমেঠীতে৷ এদিন কংগ্রেসের বিরুদ্ধেবুথ দখলের অভিযোগ এনে বিজেপি প্রার্থী

রাহুল গান্ধীর বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ, দেখুন ভিডিও

নয়াদিল্লি: এবার সরাসরি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ তুললেন অমেঠী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি৷ নির্বাচনে হারা নিশ্চিত জেনে অজুহাত খুঁজছেন স্মৃতি, কটাক্ষ কংগ্রেস শিবিরের৷ পাল্টা ভোট লুটের ভিডিও পোস্ট কন্দ্রীয় মন্ত্রীর৷

আজ পঞ্চম দফায় সাতটি রাজ্যের মোট ৫১টি আসনের মধ্যে ভোটগ্রহণ হয় অমেঠীতে৷ এদিন কংগ্রেসের বিরুদ্ধেবুথ দখলের অভিযোগ এনে বিজেপি প্রার্থী স্মৃতি বলেন, ‘‘বুথ দখলের বিষয়ে সতর্ক করে প্রশাসন ও নির্বাচন কমিশনকে টুইট করেছি৷ আশা করি তাঁরা ব্যবস্থা নেবেন৷’’ স্মৃতির প্রশ্ন, দেশের মানুষকে ভাবতে হবে, রাহুল গান্ধীর এই ধরনের রাজনীতির শাস্তি হওয়া উচিত কি না?

যদিও পত্রপাঠ স্মৃতির অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস৷ দলের মুখপাত্র জিশান হায়দার বলেন, ‘‘এই অভিযোগটাই পরিষ্কার করে দিচ্ছে, স্মৃতি হারতে চলেছেন৷ তাই রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী৷ যদি বুথ দখল করে থাকেন, সেক্ষেত্রে মোদি ও অমিত শাহের নির্দেশ মেনে চলা নির্বাচন কমিশন কী করছে?’’

তবে, কংগ্রেসের তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হলেও, স্মৃতি ইরানির টুইট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ টুইটে একটি ভিডিও পোস্ট করেন স্মৃতি৷ তাতে দেখা গিয়েছে, গৌরীগঞ্জের গুজারতলা বুথে এক মহিলাকে জোর করে হাত চিহ্নে ভোট দেওয়ানো হচ্ছে৷ অভিযোগের ভিত্তিতে ওই বুথের পোলিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =