গোপনে বিজেপি করছেন কপিল-শশী? সরাসরি আঙুল তুললেন রাহুল

দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাহুল গান্ধীর অন্তর্দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এল। কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা তলে তলে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে বলে রাহুল গান্ধী অভিযোগ করেছেন। এই অভিযোগের নিশানায় রয়েছেন শশী থারুর, কিপল সিব্বলের মতো নেতারা। তবে রাহুল গান্ধির এই মন্তব্যের পরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেসের প্রবীণ নেতারা। টুইটারে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। 

 

নয়াদিল্লি:  দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে রাহুল গান্ধীর অন্তর্দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এল। কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা তলেতলে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে বলে রাহুল গান্ধী অভিযোগ করেছেন। এই অভিযোগের নিশানায় রয়েছেন শশী থারুর, কিপল সিব্বলের মতো নেতারা। তবে রাহুল গান্ধির এই মন্তব্যের পরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেসের প্রবীণ নেতারা। টুইটারে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- চাপে পড়েও ক্ষমা চাইতে নারাজ আইনজীবী প্রশান্ত ভূষণ

 

আমাদের চাই ‘ফুল টাইম, ভিসিবল লিডারশিপ’। অর্থাৎ দলের শীর্ষ নেতা যিনি হবেন তাঁকে রাজনীতিতেই পুরো সময় দিতে হবে। কর্মীরাও যেন নিয়মিত তাঁর দেখা পান। প্রায় ২৩ জন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা এই বিষয়ে কংগ্রেসের হাইকমান্ডের কাছে চিঠি লেখেন। তাঁদের মধ্যে ছিলেন গুলাম নবি আজাদ, শশী থারুর, কপিল সিব্বাল, পৃথ্বীরাজ চৌহানের মতো শীর্ষ নেতৃত্ব। এই চিঠির তীব্র প্রতিক্রিয়া দেন রাহুল গান্ধী। তিনি হলেন, শশী থারুর, কপিল সিব্বালের মতো নেতারে তলায় তলায় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে।

আরও পড়ুন- আজও স্থায়ী নেতা পেল না কংগ্রেস! ফের ক্ষমতা গান্ধী পরিবারে

রাহুল গান্ধীর কথায় ক্ষোভ প্রকাশ করে কপিল সিব্বাল বলেন, রাহুল গান্ধীর অভিযোগ আমি গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি। আমি রাজস্থান হাইকোর্টে সাফল্যের সঙ্গে কংগ্রেসের হয়ে সওয়াল করেছিলাম। মনিপুরে দল যাতে বিজেপি সরকারের পতন ঘটাতে পারে তার চেষ্টা করছি। তারপরেও বলা হচ্ছে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =