মাটিতে শুয়ে বিমান সারালেন রাহুল, দেখুন ভিডিও

নয়াদিল্লি: দিল্লি দখলের লক্ষ্যে গোটা দেশ চরকি পাক খাচ্ছেন কংগ্রেস সভাপতি৷ বাংলা থেকে বিহার, উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, মোদির বিরুদ্ধে প্রচারে ঝড় তুলেছেন সোনিয়া পুত্র রাহুল৷ করছেন দিন-রাত পরিশ্রম৷ এবার প্রচারে বেরিয়ে গায়ে খেটে মেকানিকের কাজও করতে বাধ্য হলেন রাহুল গান্ধী৷ বিকল হেলিকপ্টার সারাতে মাটিতে শুয়ে পাইলটকে সাহায্য করলেও কংগ্রেস সভাপতি৷ ব্যাস, আর দেখে কে? হেলিকপ্টার

মাটিতে শুয়ে বিমান সারালেন রাহুল, দেখুন ভিডিও

নয়াদিল্লি: দিল্লি দখলের লক্ষ্যে গোটা দেশ চরকি পাক খাচ্ছেন কংগ্রেস সভাপতি৷ বাংলা থেকে বিহার, উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড, মোদির বিরুদ্ধে প্রচারে ঝড় তুলেছেন সোনিয়া পুত্র রাহুল৷ করছেন দিন-রাত পরিশ্রম৷ এবার প্রচারে বেরিয়ে গায়ে খেটে মেকানিকের কাজও করতে বাধ্য হলেন রাহুল গান্ধী৷ বিকল হেলিকপ্টার সারাতে মাটিতে শুয়ে পাইলটকে সাহায্য করলেও কংগ্রেস সভাপতি৷ ব্যাস, আর দেখে কে? হেলিকপ্টার সারাই করার ছবি ভাইরাল নেট দুনিয়ায়৷

 

নিজেই ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে রাহুল লিখেছেন, ‘দলের সবাইকে একসঙ্গে কাজে হাত লাগাতে হয়। হিমাচল প্রদেশের উনায় আমাদের হেলিকপ্টারে সমস্যা হয়। সবাই মিলে একসঙ্গে সেই সমস্যা মিটিয়ে নিয়েছি।’’ ঘটনাটি শুক্রবার৷ জানা গিয়েছে, শুক্রবার প্রচারের শেষ দিনে হিমাচলে যান রাহুল৷ সেখানেই তাঁর হেলিকপ্টার খারাপ হয়ে যায়৷ হেলিকপ্টারের দরজার রাবার বাইরের দিকে চলে এসেছিল। ফলে দরজা বন্ধ করা যাচ্ছিল না৷ এই বিষয়েই পাইলটকে সাহায্য করেন রাহুল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =