নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবার উষ্ণ আলিঙ্গন করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তবে এবার সেটা সোশাল মিডিয়াতেই সারলেন সেটি। শনিবার, উত্তরপ্রদেশে ভোট প্রচারে গিয়ে জনসভায় কংগ্রেস সভাপতির বাবা তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে ‘ভ্রষ্টাচারি নম্বর ওয়ান’ বলে আক্রমণ করেন মোদি।
নিজের টুইটার হ্যান্ডেলে তারই পালটা জবার দেন রাহুল। ‘মোদি জি, যুদ্ধ শেষ, কর্মফল আপনার জন্য অপেক্ষা করছে। আমার বাবার প্রতি আপনার এত আত্মবিশ্বাস আপনাকে রক্ষা করতে পারবে না। অনেক ভালবাসা ও উষ্ণ আলিঙ্গন, রাহুল’।
Modi Ji,
The battle is over. Your Karma awaits you. Projecting your inner beliefs about yourself onto my father won’t protect you.
All my love and a huge hug.
Rahul
— Rahul Gandhi (@RahulGandhi) May 5, 2019
উত্তরপ্রদেশের নির্বাচনী সভায় কংগ্রেস সভাপতিকে তীব্র আক্রমণ করেন মোদি। রাফাল ইস্যুতে রাহুল গান্ধি ক্রমাগত রাজনৈতিক আক্রমণ করে চলেছেন বিজেপি ও মোদিকে। তারই জবাবে কংগ্রেস সভাপতিকে উদ্দেশ্য করে মোদি বলেন, ‘আপনার বাবা (রাজীব গান্ধি) কাছের লোকেদের কাছে মি ক্লিন হিসেবে দেশের প্রধানমন্ত্রী হলেও জীবন শেষ করেছেন ভ্রষ্টাচারি নাম্বার ওয়ান হিসেবে’। এরপরই এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে থাকে কংগ্রেস নেতারা। রাহুল ছাড়াও তাঁর বোন প্রিয়াঙ্কা বঢড়া গান্ধি এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও টুইটারে মোদিকে আক্রমণ করেন।