নয়াদিল্লি: পদত্যাগের সিদ্ধান্তে এখনও অনড় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। জানা গিয়েছে, তিনি তাঁর উত্তরসূরী ঠিক করতে বলেছেন দলকে। এমনকী, তিনি নবনির্বাচিত সাংসদদের সঙ্গেও দেখা করতে চাননি। তাঁর বৈঠক এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।
তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এখনই তিনি পদ ছাড়বেন না। শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি হারের পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। তাঁর জায়গায় কে আসবেন তা ঠিক করার জন্য দলকে সময় দেবেন। জানা গিয়েছে, তাঁর পদত্যাগের সিদ্ধান্তে সায় রয়েছে তাঁর মা সোনিয়া ও বোন প্রিয়াঙ্কার। রাহুলের জায়গায় দলের অন্য কোনও নেতাকে নিয়ে আসা এবং দলকে ঢেলে সাজানোয় সম্মত হয়েছেন তাঁরা। গান্ধি পরিবার থেকে আর কাউকে সভাপতি না করার পক্ষেই তাঁরা। অন্যদিকে, কংগ্রেসের পক্ষে একটি বিবৃতিতে বলা হয়েছে, এসবই রটনা। এমন কিছু হয়নি।