Aajbikel

পরিণীতিকে বিয়ের আগেই ধাক্কা! বাংলো থেকে উচ্ছেদের নোটিস আপ সাংসদ রাঘবকে

 | 
পরিণীতি

 নয়াদিল্লি: সামনেই বিয়ে তাঁর৷ বলিউড তারকা পরিণীতি চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা৷ কিন্তু বিয়ের আগেই ধাক্কা৷ প্রথম বারের সাংসদ হিসাবে তাঁর যা প্রাপ্য, তার তুলনায় উঁচু মানের বাংলো পেয়েছেন রাঘব৷ এমনটা জানিয়েই আপ-এর রাজ্যসভা সাংসদ রাঘবকে মধ্য দিল্লির পান্ডারা রোডের বাংলো খালি করার নির্দেশ দিল রাজ্যসভা সচিবালয়।

 

 


বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে সদ্যই বাগ্‌দান পর্ব সেরেছেন রাঘব৷ এরই মধ্যে ‘ঘরছাড়া’ হওয়ার মুখে ৩৫ বছরের সাংসদ। যদিও রাজ্যসভা হাউস কমিটির ওই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছেন রাঘব। শনিবার মামলার পরবর্তী শুনানি।

 

 


দীর্ঘ দিন সরকারি বাংলো দখল করে রাখা প্রাক্তন সাংসদদের মাঝেমধ্যেই উচ্ছেদ নোটিস পাঠানো হয়। লোকসভা এবং রাজ্যসভা সচিবালয়ের পক্ষ থেকে এই নোটিশ যায়। সম্প্রতি আদালতের রায়ে সাংসদ পদ হারাতে হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এর অনতিবিলম্বে বাংলো ছাড়ার নোটিস পাঠানো হয় সোনিয়া-তনয়কে। কিন্তু বর্তমান কোনও সাংসদকে এভাবে উচ্ছেদের নোটিস পাঠানোর ঘটনা নজিরবিহীন। 

Around The Web

Trending News

You May like