Aajbikel

সই জালের অভিযোগ, আপ সাংসদ রাঘব চাড্ডাকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করলেন ধনকড়

 | 
রাঘব চাড্ডা

নয়াদিল্লি:  অধীর রঞ্জন চৌধুরীর পর রাঘব চাড্ডা৷ সই জালিয়াতির অভিযোগে আপ সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করলেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। স্বাধিকার রক্ষা (প্রিভিলেজ) কমিটি এই সংক্রান্ত রিপোর্ট না দেওয়া পর্যন্ত, রাঘবকে রাজ্যসভার বাইরেই থাকতে হবে। অভিযোগ,  ‘দিল্লি সার্ভিসেস বিল’ সংক্রান্ত প্রস্তাব রাজ্যসভায় পেশ করার সময় চার সাংসদের সই জাল করেছিলেন রাঘব চাড্ডা।

আপ সাংসদ রাঘব চাড্ডার বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ আনেন রাজ্যসভারই চার সাংসদ। অভিযোগ, দিল্লি সার্ভিসেস বিল’ সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য চাড্ডা তাঁদের সই নকল করেছিলেন৷ গত ৭ অগাস্ট রাজ্যসভার চার জন সাংসদ এই অভিযোগ করেন৷ বুধবার ধনখড় সেই অভিযোগগুলি স্বাধিকার রক্ষা কমিটির কাছে পাঠান। উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছিলেন, আপ সাংসদ রাঘব চাড্ডা দিল্লি অধ্যাদেশ বিলকে সিলেক্ট কমিটিতে পাঠাতে পাঁচ সাংসদের সই জাল করেছিলেন। সস্মিত পাত্র, এস ফাঙ্গনন কোনয়াক, এম থাম্বিদুরাই এবং নরহরি আমিন একযোগে অভিযোগ জানান, রাঘব তাঁদের থেকে অনুমতি না নিয়েই জাল সই করে তাঁদের নাম হাউস প্যানেলে ঢুকিয়ে দিয়েছেন। আপ পাল্টা যুক্তি দেয়, বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য সাংসদদের স্বাক্ষরের প্রয়োজনই হয় না। তাহলে সই নকলের প্রশ্নই নেই৷ শুক্রবার বিশেষাধিকার ভঙ্গের অভিযোগে রাঘবকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়।

এই ঘটনাকে রাজনৈতিক আক্রমণ হিসাবে অভিহিত করছেন রাঘব। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘‘একজন ৩৪ বছর বয়সি সাংসদ তাঁদের তাবড় নেতাদের ঘোল খাইয়ে দিচ্ছেন, এটা বিজেপির পক্ষে মেনে নেওয়া কঠিন!’’

Around The Web

Trending News

You May like